Kylian Mbappe: পিএসজি (PSG) ছেড়ে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেওয়ার পর এখনও খুব বেশি সাফল্য পাননি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তবে নতুন মরসুমে তিনি দলকে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর।

DID YOU
KNOW
?
ছন্দে কিলিয়ান এমবাপে
নতুন মরসুমে রিয়াল মাদ্রিদকে একাধিক ট্রফি জেতাতে চান কিলিয়ান এমবাপে। তৈরি হচ্ছেন এই স্ট্রাইকার।

Real Madrid vs Osasuna: লা লিগার (LaLiga) নতুন মরসুমের শুরুতেই ছন্দে রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। প্রথম ম্যাচেই পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন এই ফরাসি স্ট্রাইকার। ওসাসুনার (Osasuna) বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-০ জয় পেল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য থাকায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ৬ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ওসাসুনার ডিফেন্ডাররা তাঁকে আটকাতে গিয়েই বক্সের মধ্যে ফাউল করে বসেন। ফলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সেই পেনাল্টি থেকে গোল করেন ফরাসি তারকা। ঘরের মাঠে এই ম্যাচে রিয়াল মাদ্রিদেরই দাপট দেখা যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেলেও, এরপর ব্যবধান বাড়াতে পারেননি এমবাপেরা। ফলে ন্যূনতম গোলে ম্যাচ জিতেই এবারের লা লিগা অভিযান শুরু করল গতবারের রানার্সরা। তবে বেশি গোল না হলেও, প্রথম ম্যাচেই দলের পারফরম্যান্সে খুশি সমর্থকরা। তাঁদের আশা, এবার চ্যাম্পিয়ন হতে পারবে প্রিয় দল।

গোলের সুযোগ নষ্ট হওয়ায় আফশোস এমবাপের

লা লিগার প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতানোর পর এমবাপে বলেছেন, ‘প্রথমার্ধে আমরা বিশেষ ফাঁকা জায়গা পাইনি। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা গোল পাই। আমরাই গোলের বেশি সুযোগ পেয়েছিলাম। বলের নিয়ন্ত্রণও আমাদের কাছেই বেশি ছিল। আমরা দ্বিতীয় গোল পাব বলে আশা করছিলাম। কিন্তু সেই গোল এল না।’

পুরনো দলের বিরুদ্ধে হারের পর প্রত্যাবর্তন এমবাপের

লা লিগার নতুন মরসুমের প্রথম ম্যাচ খেলার আগে রিয়াল মাদ্রিদ শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিল ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup 2025) সেমি-ফাইনালে। সেই ম্যাচে এমবাপের পুরনো দল পিএসজি-র (Paris Saint-Germain) কাছে ০-৪ হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল এমবাপেদের। তবে তাঁরা লা লিগার নতুন মরসুমের শুরুটা ভালোভাবেই করলেন। ফলে সমর্থকরা খুশি হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।