লিগস কাপ ফাইনালে বিপক্ষ দলের সাপোর্ট স্টাফকে থুতু দিয়ে নির্বাসিত হলেন লুই সুয়ারেজ
নির্বাসিত লুই সুয়ারেজ
কয়েকদিন আগে লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্স দলের এক সাপোর্ট স্টাফের দিকে থুতু ছিটিয়ে ৬ ম্যাচের জন্য নির্বাসিত হলেন ইন্টার মায়ামির তারকা ফুটবলার লুই সুয়ারেজ। তিনি ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য বিপক্ষ দল, নিজের দল, পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তারপরেও তিনি শাস্তি এড়াতে পারলেন না। এই তারকা ফুটবলারকে ৬ ম্যাচের জন্য নির্বাসিত করা হল।
১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনাল শেষ হওয়ার পর ঝামেলায় জড়িয়ে পড়ে ২ দল
লিগস কাপ ফাইনালের পর ঝামেলা
১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামির বিরুদ্ধে ৩-০ জয় পায় সিয়াটল সাউন্ডার্স। এই ম্যাচের পর দুই দলের ফুটবলাররা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই সময় বিপক্ষ দলের এক সাপোর্ট স্টাফের দিকে থুতু ছিটিয়ে দেন লুই সুয়ারেজ। তাঁর সতীর্থ সের্জিও বুস্কেটস বিপক্ষ দলের এক ফুটবলারের দিকে ঘুঁষি চালান। এই ঘটনার জেরেই কড়া শাস্তি পেলেন সুয়ারেজ।
ঝামেলার জেরে সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচকেও কঠোর শাস্তি দেওয়া হল
সুয়ারেজ ছাড়াও কয়েকজনের শাস্তি
লিগস কাপ ফাইনাল শেষ হওয়ার পর ঝামেলায় জড়িয়ে পড়ার জেরে সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হল। লুই সুয়ারেজের সতীর্থ সের্জিও বুস্কেটসকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। সিয়াটল সাউন্ডার্স দলের কোনও ফুটবলারকে অবশ্য শাস্তি দেওয়া হয়নি।
লুই সুয়ারেজদের নির্বাসন শুধু লিগস কাপের পরবর্তী সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য
লিগস কাপেই নির্বাসিত লুই সুয়ারেজ
লিগস কাপের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লুই সুয়ারেজ, সের্জিও বুস্কেটস, টমাস অ্যাভিলেস, স্টিভেন লেনহার্টকে যে নির্বাসনের সাজা দেওয়া হয়েছে, তা শুধু এই টুর্নামেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। লিগস কাপের পরবর্তী সংস্করণে খেললে নির্বাসন কার্যকর হবে। অন্য সব টুর্নামেন্টে থাকতে পারবেন এই ফুটবলার ও সাপোর্ট স্টাফ। তাঁদের দলে থাকতে কোনও সমস্যা হবে না।
56
মেজর লিগ সকারের আয়োজক কমিটির পক্ষ থেকেও আলাদা করে শাস্তি দেওয়া হতে পারে
মেজর লিগ সকারও শাস্তি দেবে?
লিগস কাপের আয়োজকরা তিন ফুটবলার ও একজন সহকারী কোচকে নির্বাসিত করার কথা ঘোষণা করেছেন। এবার মেজর লিগ সকারের আয়োজক কমিটি আলাদা করে সংশ্লিষ্ট ফুটবলার ও সাপোর্ট স্টাফকে শাস্তি দেবে কি না, সে কথা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মেজর লিগ সকারও কঠোর শাস্তি ঘোষণা করতে পারে। ফলে লুই সুয়ারেজরা এখনই স্বস্তি পাচ্ছেন না।
66
বিপক্ষের ফুটবলারকে কামড়ে দেওয়া, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জন্য বারবার নির্বাসিত সুয়ারেজ
বারবার নির্বাসিত সুয়ারেজ
লিভারপুলের হয়ে খেলার সময় বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন লুই সুয়ারেজ। তিনি তিনবার বিপক্ষ দলের ফুটবলারকে কামড়ে দেওয়া, বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জন্য নির্বাসিত হয়েছেন। বার্সেলোনার হয়ে খেলার সময় অবশ্য কোনও বিতর্কে জড়িয়ে পড়েননি এই তারকা ফুটবলার। তবে ইন্টার মায়ামির হয়ে প্রথম মরসুমেই তিনি ফের বিতর্কে জড়িয়ে পড়ে নির্বাসিত হলেন।