শীতের কলকাতার উত্তাপ বাড়িয়ে দিতে আসছেন, ম্যাচ না খেললেও পায়ে বল তুলে নেবেন মেসি?

Published : Aug 31, 2025, 12:40 PM IST

Lionel Messi’s GOAT Tour of India 2025: এবার শীত পড়বে কি না, ডিসেম্বরে কলকাতার আবহাওয়া কেমন থাকবে, তা এখনই বলা কঠিন। তবে ডিসেম্বরের দ্বিতীয় কলকাতার ফুটবলপ্রেমীদের উত্তাপ বাড়িয়ে দিতে আসছেন লিওনেল মেসি। তাঁর সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে।

PREV
16
দিনক্ষণ চূড়ান্ত, মধ্য ডিসেম্বরের কলকাতার সেরা আকর্ষণ হতে চলেছেন লিওনেল মেসি

ফের কলকাতায় মেসি

২০১১ সালের সেপ্টেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে খেলেছিলেন। ১৪ বছর পর বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে কলকাতায় আসছেন লিওনেল মেসি। তবে এবার তিনি কোনও ম্যাচ খেলবেন না। বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা। তাঁকে ফের কাছ থেকে দেখার সুযোগ পাবেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

DID YOU KNOW ?
কেরলে ম্যাচ খেলবেন মেসি
কেরলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনার জাতীয় দল। লিওনেল মেসি দলে থাকবেন।
26
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'-এ যোগ দেবেন লিওনেল মেসি

'গোট কনসার্ট'-এ মেসি

লিওনেল মেসির এবারের ভারত সফরের আনুষ্ঠানিক নাম 'গোট ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫'। কলকাতা ছাড়াও কেরল, আমেদাবাদ, মুম্বই ও নয়াদিল্লিতে যাবেন মেসি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন। কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। তবে প্রধান অনুষ্ঠান বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'। প্রথমে ঠিক হয়েছিল, ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠান হবে। কিন্তু পরে ঠিক হয়েছ, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই ফের মেসিকে নিয়ে যাওয়া হবে।

১৩
১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি
১৪ বছর পর ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি। তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।
36
সফরসূচিতে কোনও বদল না হলে ১৩ ডিসেম্বর 'গোট কনসার্ট'-এ লিওনেল মেসি

১২ ডিসেম্বর কলকাতায় মেসি

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে সেই সফরসূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর কলকাতায় দ্বিতীয়বার পা রাখছেন লিওনেল মেসি। পরদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'। এই অনুষ্ঠানের পর তিনি আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠানগুলির স্থান সল্টলেকের কাছেই এই কারণেই ইডেন গার্ডেন্সের পরিবর্তে 'গোট কনসার্ট' হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

46
লিওনেল মেসিকে কি দ্বিতীয়বার বল পায়ে দেখতে পাবেন না কলকাতার ফুটবলপ্রেমীরা?

কলকাতায় বল পায়ে মেসি?

এবারের কলকাতা সফরে কোনও ম্যাচ খেলছেন না লিওনেল মেসি। তবে তিনি পায়ে বল তুলে নেবেন বলে আশায় কলকাতার ফুটবলপ্রেমীরা। মেসি যদি অন্তত একবার বলে শট নেন, তাহলেই এই শহরের ফুটবল-পাগল জনতার আশা পূরণ হবে। একাধিক অনুষ্ঠানের মধ্যে কোনও এক অনুষ্ঠানে মেসির পায়ে বা মাথায় বল দেখা যেতেই পারে।

56
কলকাতায় না হলেও, কেরলে এসে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলবেন লিওনেল মেসি

কেরলে ম্যাচ খেলবেন মেসি

কিছুদিন আগেই আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানিয়েছে, কেরলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জাতীয় দল। এই দলে থাকবেন লিওনেল মেসি। তবে কোন দলের বিরুদ্ধে আর্জেন্টিনা এই ম্যাচ খেলবে, তা এখনও ঠিক হয়নি। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, অস্ট্রেলিয়া-সহ কয়েকটি দল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছে। এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

66
কেরল সফরে এসে ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধেই খেলবে আর্জেন্টিনা

কেরলে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এর মধ্যে থাকা দলগুলির মধ্যে থেকে কোনও এক দলকে আমরা বেছে নেব। কয়েকটি দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অস্ট্রেলিয়ান ফুটবল দলও আগ্রহ প্রকাশ করেছে। ওদের সঙ্গে খেলার বিষয়ে আমাদের চুক্তিও রয়েছে। একইভাবে আরও তিন-চারটি দলও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।’

Read more Photos on
click me!

Recommended Stories