নতুন মরসুমে লিওনেল মেসির পাশে ইডেন হ্যাজার্ডকে চাইছে ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে নিজেদের অঞ্চলে পয়েন্ট তালিকায় সবার শেষে ইন্টার মায়ামি। লিওনেল মেসি, সের্জিও বুস্কেটসের পর জর্ডি আলবা, ইডেন হ্যাজার্ডকেও দলে নিতে চাইছে ইন্টার মায়ামি। নতুন কোচ তাতা মার্টিনো এবার শক্তিশালী দল গড়তে চাইছেন।

Soumya Gangully | Published : Jul 6, 2023 3:22 PM
110
বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ডকে দলে নেওয়ার উদ্যোগ ইন্টার মায়ামির

লিওনেল মেসি, সের্জিও বুস্কেটসের পর এবার বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ডকে দলে নেওয়ার চেষ্টা করছে ইন্টার মায়ামি।

210
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কোনও দলে নেই ইডেন হ্যাজার্ড

চেলসির প্রাক্তন তারকা ইডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নন হ্যজার্ড। ফলে তিনি ইন্টার মায়ামিতে যোগ দিতেই পারেন।

310
ইডেন হ্যাজার্ড অবশ্য স্পেন ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন কি না সেটা স্পষ্ট নয়

ইউরোপের ফুটবল মহলে জল্পনা চলছে, ৩২ বছর বয়সি ইডেন হ্যাজার্ড স্পেনেই থেকে যেতে পারেন। এমনকী, তিনি ফুটবল থেকে অবসরও নিতে পারেন।

410
ইন্টার মায়ামিতে যোগ দিলে লিওনেল মেসির সঙ্গে খেলার পাশাপাশি বিপুল অর্থ পাবেন ইডেন হ্যাজার্ড

মেজর লিগ সকারে ফুটবলারদের যে সর্বাধিক পারশ্রমিকের অঙ্ক বেঁধে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি অর্থ পেতে পারেন ইন্টার মায়ামির ৩ জন। তাঁদের মধ্যে থাকবেন ইডেন হ্যাজার্ড।

510
ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর লিওনেল মেসিও বিপুল অর্থ পাচ্ছেন

ইন্টার মায়ামির যে ৩ জন ফুটবলার মেজর লিগ সকারের নির্দিষ্ট পারিশ্রমিকের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন, তাঁদের মধ্যে আছেন লিওনেল মেসি। তিনি বিপুল অর্থ পাচ্ছেন।

610
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাব ছাড়তে পারেন জোশেফ মার্টিনেজ বা রডলফো পিজারো

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এবার হয় কম অর্থে খেলতে হবে বা ক্লাব ছাড়তে হবে জোশেফ মার্টিনেজ বা রডলফো পিজারোকে। 

710
রিয়াল মাদ্রিদের হয়ে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ইডেন হ্যাজার্ড

চেলসির হয়ে ৭ বছর খেলেছেন ইডেন হ্যাজার্ড। তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদের হয়ে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি হ্যাজার্ড।

810
চেলসির হয়ে ৩৫০-এর বেশি ম্যাচ খেলেছেন বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ড

চেলসির হয়ে ৩৫২ ম্যাচ খেলে ১১০ গোল করেছেন ইডেন হ্যাজার্ড। ব্লুজের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েই বিশ্ব ফুটবলে নজর কেড়ে নেন হ্যাজার্ড।

910
চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ জিতেছেন ইডেন হ্যাজার্ড

চেলসির হয়ে ২ বার ইংলিশ প্রিমিয়ার লিগ, ২ বার ইউরোপা লিগ, ১ বার এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ইডেন হ্যাজার্ড। 

1010
বেলজিয়ামের হয়ে ১২৬টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ইডেন হ্যাজার্ড

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ইডেন হ্যাজার্ড। তিনি বেলজিয়ামের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos