'পিএসজি বিভেদকামী দল', দলবদলের জল্পনার মধ্যেই তোপ কিলিয়ান এমবাপের

লিওনেল মেসি দল ছেড়েছেন। নেইমার জুনিয়র চোটের কবলে। এরই মধ্যে কিলিয়ান এমবাপেও দল ছাড়তে চলেছেন। ফলে সমস্যায় পড়ে গিয়েছে প্যারিস সাঁ-জা। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে। সেই জল্পনা বেড়েছে।

Soumya Gangully | Published : Jul 9, 2023 12:34 PM IST
110
দলবদলের জল্পনার মধ্যেই প্রকাশ্যে পিএসজি ম্যানেজমেন্টকে আক্রমণ কিলিয়ান এমবাপের

দলবদলের জল্পনার মধ্যেই প্যারিস সাঁ-জা কর্তাদের সঙ্গে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপের সম্পর্কের অবনতি হয়েছে। পিএজি ম্যানেজমেন্টকে প্রকাশ্যে আক্রমণ করেছেন এমবাপে।

210
'প্যারিস সাঁ-জা বিভেদকামী ক্লাব', প্রকাশ্যে সরাসরি আক্রমণ কিলিয়ান এমবাপের

ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সাঁ-জা-কে সরাসরি আক্রমণ করলেন কিলিয়ান এমবাপে। তাঁর দাবি, 'পিএসজি বিভেদকামী ক্লাব'। 

310
প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন এমবাপে

চলতি মরসুম শেষ হলেই প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপের। এই স্ট্রাইকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পিএসজি-র সঙ্গে নতুন চুক্তি করবেন না।

410
নতুন চুক্তি না করলে এখনই ক্লাব ছাড়তে হবে, এমবাপেকে হুঁশিয়ারি পিএসজি প্রেসিডেন্টের

প্যারিস সাঁ-জা-র সঙ্গে নতুন চুক্তি না করলে ২০২৪ সালের জুনে ফ্রি-এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারবেন কিলিয়ান এমবাপে। সেটা চাইছেন না পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তির মেয়াদ না বাড়ালে এখনই ক্লাব ছাড়তে হবে এমবাপেকে। 

510
প্যারিস সাঁ-জা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে

নতুন মরসুমেই প্যারিস সাঁ-জা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে। ইউরোপের ফুটবল মহলে সেই জল্পনা চলছে।

610
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক কিলিয়ান এমবাপে

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপে বলেছেন, 'পিএসজি-র হয়ে খেলে খুব একটা লাভ হয় না। কারণ, এই দল ও ক্লাব বিভেদকামী।' 

710
প্যারিস সাঁ-জা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারায় হতাশ কিলিয়ান এমবাপে

ফ্রান্সের ঘরোয়া ফুটবলে গত এক দশকে সফলতম দল প্যারিস সাঁ-জা। কিন্তু কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, নেইমার জুনিয়রের মতো ফুটবলারকে নিয়েও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। এতে হতাশ এমবাপে।

810
২৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এমবাপে

ইউরোপের ফুটবল মহলে খবর, কিলিয়ান এমবাপের দলবদলের বিষয়ে প্যারিস সাঁ-জা-র সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়ে গিয়েছে। ২৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলবদল করছেন এমবাপে। 

910
নেইমার জুনিয়রের চেয়েও বেশি অর্থের বিনিময়ে দলবদল করছেন কিলিয়ান এমবাপে

২০১৭ সালের আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ-জা-য় যোগ দেন নেইমার জুনিয়র। এবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছেন কিলিয়ান এমবাপে।

1010
রিয়াল মাদ্রিদের পাশাপাশি কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার লক্ষ্যে লিভারপুলও

কিলিয়ান এমবাপের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি লিভারপুলও এমবাপেকে দলে নিতে চাইছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos