উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতম দল রিয়াল মাদ্রিদ। গত মরসুমে চ্যাম্পিয় হতে পারেনি স্পেনের বিখ্যাত ক্লাবটি। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছেন লুকা মডরিচ, রডরিগোরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে শেষমুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অনামী দল ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে গোল করতে সংযোজিত সময়ের শেষদিক পর্যন্ত অপেক্ষা করতে হল ১৪ বারের চ্যাম্পিয়নদের। একমাত্র গোল করেন জুড বেলিংহ্যাম। ফলে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালোভাবেই করল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে গালাতাসারের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র করল কোপেনহেগেন। ৭৩ মিনিট থেকে অবশ্য ১০ জনে খেলতে হয় কোপেনহেগেনকে। এর ফলেই শেষদিকে তাদের পক্ষে গালাতাসারের আক্রমণের চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি। কিন্তু অ্যাওয়ে ম্যাচে ২-০ এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট হওয়ায় হতাশ কোপেনহেগেন।
বুধবার ঘরের মাঠ এস্তাদিও স্যান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ভালোভাবে করতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জার্মানির ক্লাবটি খুব একটা শক্তিশালী না হলেও, শেষপর্যন্ত লড়াই করে। প্রথমার্ধে কোনও দলই গোলের খুব বেশি সুযোগ পায়নি। ম্যাচের শুরুতে হোসেলুর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর আর কোনও সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদ। ইউনিয়ন বার্লিন উল্লেখযোগ্য সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য ছবিটা বদলে যায়। ঘরের মাঠে জয়ের লক্ষ্যে আক্রমণে ঝাঁপায় রিয়াল মাদ্রিদ। রডরিগো ও হোসেলুর চেষ্টা বারে লেগে ফিরে আসে। সেই সময় মনে হচ্ছিল ঘরের মাঠে হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফলতম ক্লাবকে পয়েন্ট নষ্ট করতে হবে। তবে সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ৩ পয়েন্ট এনে দেন বেলিংহ্যাম। শেষমুহূর্তের গোলে জয় পেলে যে কোনও দলই উল্লসিত হয়ে ওঠে। রিয়াল মাদ্রিদের সমর্থকরাও খুব খুশি।
এই ম্যাচে ইউনিয়ন বার্লিনের গোল লক্ষ্যে করে ৩২টি শট নেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। তার মধ্যে শেষ শটে গোল করতে সমর্থ হন বেলিংহ্যাম। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদেরই দাপট ছিল। কিন্তু অনেক সুযোগ পেলেও, কিছুতেই গোল হচ্ছিল না। ভাগ্যও রিয়াল মাদ্রিদের সঙ্গ দিচ্ছিল না। শেষমুহূর্তে গোল না হলে ২ পয়েন্ট নষ্ট করতে হত স্পেনের বিখ্যাত ক্লাবটিকে।
অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও জয় পেল না কোপেনহেগেন। ৩৫ মিনিটে ডেনমার্কের ক্লাবটিকে এগিয়ে দেন মহম্মদ আলিইউনুসি। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান দিয়োগো গনসালভেজ। ৭৩ মিনিটে লাল কার্ড দেখেন এলিয়াস জেলার্ট। এরপরেই ম্যাচ থেকে হারিয়ে যায় কোপেনহেগেন। ৮৬ মিনিটে গালাতাসারের হয়ে ব্যবধান কমান সাশা বোয়ে। ৮৮ মিনিটে সমতা ফেরান তেতে।
আরও পড়ুন-
Ronaldinho: দুর্গাপুজোর সময় কলকাতায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো
Kolkata Derby: ডেভিডের জোড়া গোল, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং
Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস