আল-নাসরের হয়ে শততম গোল, সৌদি সুপার কাপ ফাইনালে হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Published : Aug 24, 2025, 11:03 AM IST

Cristiano Ronaldo: ৪০ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল-নাসরের (Al-Nassr) হয়ে খেলে চলেছেন এই তারকা। তিনি ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলকেও সাফল্য এনে দিতে চাইছেন।

PREV
16
সৌদি সুপার কাপ ফাইনালে গোল করেও আল-নাসরকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসরের হার

সৌদি সুপার কাপ ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করলেও, তাঁর দল আল-নাসর হেরে গেল। এই ম্যাচে আল-নাসরের হয়ে শততম গোল করেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু তিনি দলকে জেতাতে পারলেন না। এই হারের পর রোনাল্ডোকে দেখে স্পষ্টতই মনে হচ্ছিল তিনি ভেঙে পড়েছেন। দলের এই হার মেনে নিতে পারছিলেন না রোনাল্ডো। তিনি নিজের মনে হতাশা প্রকাশ করছিলেন।

DID YOU KNOW ?
অনন্য নজির রোনাল্ডোর
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসরের হয়ে ১০০-এর বেশি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
26
হংকং স্টেডিয়ামে আল-আহিলের বিরুদ্ধে এই ম্যাচে টাইব্রেকারে হেরে গেল আল-নাসর

টাইব্রেকারে হার আল-নাসরের

শনিবার রাতে সৌদি সুপার কাপ ফাইনাল হয় হংকং স্টেডিয়ামে। আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-আহিল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। এরপর টাইব্রেকারে ফল হয় ৫-৩। নির্ধারিত সময়ে গোল করার পাশাপাশি টাইব্রেকারেও গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তারপরেও জয় পেল না আল-নাসর। রোনাল্ডো দলকে জেতানোর চেষ্টা করলেও, সতীর্থদের কাছ থেকে সাহায্য পেলেন না।

১০০০
পেশাদার ফুটবল কেরিয়ারে ১,০০০ গোলের লক্ষ্যে রোনাল্ডো
দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১,০০০ গোল করার লক্ষ্যে।
36
আল-নাসরের হয়ে শততম গোল, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অনন্য নজির রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজির

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি আলাদা দেশের ক্লাবের হয়ে ১০০-এর বেশি গোল করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ১০০-এর বেশি গোল করেন। এবার আল-নাসরের হয়েও এই নজির গড়লেন। কিন্তু তারপরেও সৌদি সুপার কাপ ফাইনালে দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো।

46
সৌদি সুপার কাপ ফাইনালে পেনাল্টি থেকে প্রথম গোল করে নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পেনাল্টি গোল রোনাল্ডোর

সৌদি সুপার কাপ ফাইনালে আল-আহিলের বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল করেন এই তারকা। জুভেন্টাসের হয়ে তাঁর গোলসংখ্যা ১০১। পর্তুগালের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৩৮ গোল করেছেন রোনাল্ডো। তিনি আরও কিছুদিন খেলবেন। ফলে গোলসংখ্যা বাড়বে।

56
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হংকংয়ের ফুটবলপ্রেমীরা

রোনাল্ডোকে দেখে উচ্ছ্বসিত হংকং

প্রথমবার পশ্চিম এশিয়ার বাইরে কোথাও সৌদি সুপার কাপ ফাইনাল আয়োজন করা হল। চোখের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। রোনাল্ডো ম্যাচের প্রথম গোল করায় সবার উৎসাহ বেড়ে যায়। কিন্তু শেষপর্যন্ত আল-নাসর হেরে যাওয়ায় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আল-নাসরের পাশাপাশি আল-আহিলের সমর্থকরাও ছিলেন। তাঁরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

66
আল-নাসর হেরে গেলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্য

সৌদি সুপার কাপ ফাইনালে আল-নাসরকে জেতাতে না পারলেও, নিজে গোল করে অনন্য নজির গড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। সবাই আশা করছেন, এই তারকা আরও কয়েক মরসুম পেশাদার ফুটবল খেলবেন। ১,০০০ গোলের নজির স্পর্শ করাই রোনাল্ডোর লক্ষ্য। তাঁর অনুরাগীরাও সেই আশাই করছেন। সবার আরও আশা, অবসর নেওয়ার আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবেন রোনাল্ডো।

Read more Photos on
click me!

Recommended Stories