জোড়া গোল করে লিগস কাপ ফাইনালে পৌঁছে দিলেন, ইন্টার মায়ামিকে ট্রফি জেতাতে পারবেন মেসি?

Published : Aug 28, 2025, 03:14 PM IST

Lionel Messi: আগামী বছরের বিশ্বকাপের (2026 FIFA World Cup) আগে অসাধারণ ফর্মে আর্জেন্টিনা (Argentina) ও ইন্টার মায়ামির (Inter Miami) ভরসা লিওনেল মেসি। তাঁর ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই।

PREV
16
জোড়া গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপ ফাইনালে পৌঁছে দিলেন লিওনেল মেসি

ফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে লিগস কাপ ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। ফোর্ট লডারহিলে সেমি-ফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ হারিয়ে দিল ইন্টার মায়ামি। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করান মেসি। তাঁর অসাধারণ পারফরম্যান্সই সেমি-ফাইনালের ফল নির্ধারণ করে দিল। একজন ফুটবলার লাল কার্ড দেখায় অরল্যান্ডো সিটি ১০ জনে খেলতে বাধ্য হয়। তবে মেসিকে যে ফর্মে দেখা গেল, তাতে বিপক্ষ দল ১০ জনে না খেললেও জয় পেত ইন্টার মায়ামি।

DID YOU KNOW ?
২ বছর আগে লিগস কাপ জয় মেসিদের
২০২৩ সালে প্রথমবার লিগস কাপ চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। এবার ফের চ্যাম্পিয়ন হতে মরিয়া লিওনেল মেসিরা।
26
মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে জোড়া হারের বদল নিলেন লিওনেল মেসিরা

মধুর প্রতিশোধ মেসিদের

এবারের মেজর লিগ সকারে জোড়া সাক্ষাৎকারেই ইন্টার মায়ামিকে হারিয়ে দেয় অরল্যান্ডো সিটি। এবার সেই হারের বদলা নিলেন লিওনেল মেসিরা। ম্যাচের প্রথম গোল অবশ্য অরল্যান্ডো সিটিই করে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ইন্টার মায়ামি রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন মার্কো পাসালিচ। ফলে প্রথমার্ধের শেষে এগিয়েছিল অরল্যান্ডো সিটি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ফল সম্পূর্ণ বদলে যায়।

লিগস কাপ সেমি-ফাইনালে জোড়া গোল লিওনেল মেসির
লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে লিগস কাপ সেমি-ফাইনালে পিছিয়ে পড়েও জয় পেল ইন্টার মায়ামি।
36
দ্বিতীয়ার্ধের শেষদিকে অরল্যান্ডো সিটি ১০ জনে হয়ে যাওয়ার পরেই ম্যাচ থেকে হারিয়ে যায়

লাল কার্ডেই ম্যাচের রং বদল

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ফলে অরল্যান্ডো সিটি রক্ষণে চাপ বাড়ছিল। এরই মধ্যে ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ডেভিড ব্রেকালো। ফলে ১০ জনে হয়ে যায় অরল্যান্ডো সিটি। এরপর তাদের পক্ষে আর লিওনেল মেসিকে থামানো সম্ভব হয়নি। বিপক্ষকে চেপে ধরে এবং জয় ছিনিয়ে নেয় ইন্টার মায়ামি।

46
১০ জনে হয়ে যাওয়ার ৩ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল হজম করে অরল্যান্ডো সিটি

পেনাল্টি থেকে গোল মেসির

১০ জনে হয়ে যাওয়ার পর অরল্যান্ডো সিটি আরও বিপদে পড়ে যায়। এর ৩ মিনিটের মধ্যে পেনাল্টি পায় ইন্টার মায়ামি। দলকে সমতায় ফেরানোর এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লিওনেল মেসি। তিনি পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচে সমতা ফেরানোর পর জয়ের গন্ধ পেয়ে বিপক্ষের রক্ষণে ঝাঁপিয়ে পড়েন মেসিরা। এরপর আর অরল্যান্ডো সিটির পক্ষে কিছু করা সম্ভব ছিল না।

56
ইন্টার মায়ামি দলেও বার্সেলোনার পুরনো সতীর্থর সঙ্গে বোঝাপড়া লিওনেল মেসির

লিওনেল মেসি-জর্ডি আলবা যুগলবন্দি

সমতা ফেরানোর পর ৮৮ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। বার্সেলোনায় তিনি যেভাবে জর্ডি আলবার সঙ্গে অসাধারণ বোঝাপড়ার মাধ্যমে গোল করতেন, এবারও ঠিক সেটাই দেখা যায়। মেসি-আলবা যুগলবন্দিতে অরল্যান্ডো সিটি রক্ষণ দিশেহারা হয়ে পড়ে। গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর সংযুক্ত সময়ে ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলাস্কো সেজোভিয়াকে দিয়ে গোল করান মেসি। ফলে ৩-১ জয় পায় ইন্টার মায়ামি।

66
২ বছর পর ইন্টার মায়ামিকে ফের লিগস কাপ চ্যাম্পিয়ন করতে তৈরি লিওনেল মেসি

ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মেসিরা

২০২৩ সালে লিগস কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মায়ামি। এবার ফের দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া লিওনেল মেসি। রবিবার ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেমি-ফাইনালে এলএ গ্যালাক্সিকে ২-০ হারিয়ে দিয়েছে সিয়াটল সাউন্ডার্স। মেসি যে ফর্মে, তাতে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আশাবাদী ইন্টার মায়ামি। লিগস কাপ জিততে পারলেই সরাসরি ২০২৬ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ইন্টার মায়ামি।

Read more Photos on
click me!

Recommended Stories