কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা

Published : Dec 12, 2025, 07:43 PM IST
Lionel Messi GOAT Tour

সংক্ষিপ্ত

Lionel Messi: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি দ্বিতীয়বার কলকাতায় পা রাখতে চলেছেন। শুক্রবার গভীর রাতে তিনি কল্লোলিনী তিলোত্তমায় পৌঁছে যাবেন। শনিবার দুপুর পর্যন্ত এই শহরে থাকবেন তিনি।

DID YOU KNOW ?
১২ ঘণ্টা কলকাতায় মেসি
শুক্রবার রাত দেড়টা থেকে শনিবার দুপুর দুটো পর্যন্ত কলকাতায় থাকছেন লিওনেল মেসি।

Lionel Messi GOAT Tour: আসবেন, দেখবেন, জয় করবেন। তারপর ফিরে যাবেন। ১২ ঘণ্টার কিছু বেশি সময়ের জন্য কলকাতায় (Kolkata) থাকছেন লিওনেল মেসি। তাঁর সফর ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার রাত দেড়টায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) দ্বিতীয়বার পা রাখছেন মেসি। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার কলকাতায় পা রেখেছিলেন এই মহাতারকা। সেবার অবশ্য তিনি কয়েকদিন এই শহরে ছিলেন। আর্জেন্টিনার (Argentina) জাতীয় দলের হয়ে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ভেনেজুয়েলার (Venezuela) বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি। সেই ম্যাচে তিনি গোল পাননি। এবারের কলকাতা সফরে ম্যাচ খেলবেন না তিনি। তবে এই শহরের ফুটবলপ্রেমীদের মাতিয়ে দেওয়ার জন্য সব উপকরণই থাকছে।

কলকাতায় বিশ্রাম হবে না মেসির

গভীর রাতে কলকাতায় পা রাখার পর বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যাবেন মেসি। এরপর শনিবার সকাল সাড়ে ৯টায় স্পনসরদের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যমণি আর্জেন্টিনার অধিনায়ক। তারপর লেকটাউনে নিজের বিশাল মূর্তি উদ্বোধন করবেন মেসি। সকাল সাড়ে ১১টা নাগাদ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যাবেন তিনি। সেখানে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে দেখা হবে মেসির। তাঁকে সংবর্ধনা দেওয়া হবে, তারকাদের ম্যাচ হবে, আলাপচারিতা হবে। এরপর বিমানবন্দরে চলে যাবেন বিশ্বকাপজয়ী তারকা। তিনি কলকাতা থেকে হায়দরাবাদে (Hyderabad) চলে যাবেন। কলকাতায় মোট সাড়ে ১২ ঘণ্টা থাকছেন মেসি। তার মধ্যে কয়েক ঘণ্টা ঘুমের সময় বাদ দিয়ে বাকি সময়ে তাঁকে ব্যস্ত থাকতে হবে।

মেসির নিরাপত্তায় বিশেষ আয়োজন

মেসির কলকাতা সফরে যাতে কোনওরকম বিপত্তি না হয়, তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটকে সাহায্য করছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দ্বিতীয়বার কলকাতায় আসছেন লিওনেল মেসি।
২০১১ সালের সেপ্টেম্বরের পর দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল