MLS Cup Playoffs: লিওনেল মেসি (Lionel Messi) দলে যোগ দেওয়ার আগে কোনও সাফল্যই পায়নি ইন্টার মায়ামি (Inter Miami)। একক দক্ষতায় দলকে শক্তিশালী করে তুলেছেন মেসি। তিনি দলকে সাফল্যও এনে দিচ্ছেন।

DID YOU
KNOW
?
১৫ গোল মেসির
ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ইতিমধ্যেই ১৫ গোল করেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের কোনও ক্লাবের বিরুদ্ধে তাঁর সবচেয়ে বেশি গোল।

Lionel Messi: লিওনেল মেসির জাদুতে ভর করে প্রথমবার এমএলএস কাপ প্লেঅফে (MLS Cup Playoffs) ইস্টার্ন কনফারেন্স সেমি-ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি (Inter Miami)। ফোর্ট লডারডেলে (Fort Lauderdale) ন্যাশভিল এসসি-কে (Nashville SC) ৪-০ উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন মেসিরা। এর আগে কোনওবার এমএলএস কাপ প্লেঅফে জয় পায়নি ইন্টার মায়ামি। এবার দলকে ঐতিহাসিক সাফল্য এনে দিলেন মেসি। পরপর তিনবার এমএলএস কাপ প্লেঅফে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল ন্যাশভিল এসসি। মেসিরা এবার সেমি-ফাইনালে এফসি সিনসিনাটির (FC Cincinnati) মুখোমুখি হবেন। সেই ম্যাচে জয় পেলে তাঁরা নতুন ইতিহাস গড়বেন। এবার সেমি-ফাইনালের প্রস্তুতি নেবেন তাঁরা। ইন্টার মায়ামি এখন মেজর লিগ সকারে অন্যতম লড়াকু দল। উন্নতি করাই মেসিদের লক্ষ্য।

জোড়া গোল মেসির

ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ইন্টার মায়ামির চার গোলের সঙ্গেই যুক্ত ছিলেন মেসি। তিনি জোড়া গোল করেন এবং সতীর্থদের দিয়ে বাকি দুই গোল করান। অসাধারণ ফর্মে এই মহাতারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫ গোল করেছেন মেসি। মেজর লিগ সকারের দলগুলির মধ্যে ন্যাশভিল এসসি-র বিরুদ্ধেই সবচেয়ে বেশি গোল করেছেন এই আর্জেন্টাইন নক্ষত্র। গত তিন ম্যাচে ইন্টার মায়ামি আট গোল করেছে। এর মধ্যে পাঁচ গোল করেছেন মেসি। বাকি তিন গোলের পাসও বাড়িয়েছেন তিনিই। ফলে প্রতিপক্ষ দলগুলির চিন্তা বেড়ে গিয়েছে।

শুরুতেই গোল মেসির

ন্যাশভিল এসসি-র বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মাথাতেই প্রথম গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। তিনিই ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন তাদিও অ্যালেন্দে (Tadeo Allende)। তিনি ৭৩ ও ৭৬ মিনিটে গোল করেন। মেসির পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখান জর্ডি আলবা (Jordi Alba)। সেমি-ফাইনালে এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে জয় পেতে পারে ইন্টার মায়ামি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।