শুক্রবার প্রথম ম্যাচ খেলবেন, ইন্টার মায়ামির অনুশীলনে নেমে পড়লেন মেসি

পেশাদার ফুটবল কেরিয়ারে প্রথমবার ইউরোপের বাইরে ক্লাব ফুটবল খেলতে নামছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক।

প্যারিস সাঁ-জা ছাড়ার পর প্রথমবার অনুশীলনে দেখা গেল লিওনেল মেসিকে। নতুন ক্লাব ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন মেসি। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনে বরাবরের মতোই সাবলীল ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রথমে সতীর্থদের সঙ্গে জগিং করার পর ওয়ার্ম-আপ ড্রিলে যোগ দেন মেসি। এরপর এক শটে জালে বল জড়িয়ে দেন। মেসির সঙ্গেই এদিন অনুশীলনে যোগ দেন তাঁর পুরনো সতীর্থ সের্জিও বুস্কেটস। তাঁরা যখন মাঠে নামছিলেন, তখন 'গার্ড অফ অনার' দেন সতীর্থরা। সবার করতালির মধ্যেই মাঠে নামেন মেসি। প্রথম দিনই সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়েছেন মেসি ও বুস্কেটস। ইন্টার মায়ামির নতুন কোচ জেরার্ডো তাতা মার্টিনোকে এর আগে বার্সেলোনায় পেয়েছিলেন মেসি ও বুস্কেটস। এই কোচকে আর্জেন্টিনার জাতীয় দলেও পেয়েছিলেন মেসি। ফলে এই কোচের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা নেই।

মঙ্গলবার মেসি যখন অনুশীলনে নামেন, তখন মাঠের উপর নিরাপত্তার স্বার্থে চক্কর কাটছিল হেলিকপ্টার। এছাড়া একাধিক ড্রোনও মাঠের উপরে উড়ছিল। মাঠের বাইরে মেসির অনুশীলন দেখার জন্য ছিলেন প্রায় ২০০ জন সাংবাদিক। মেসি ও বুস্কেটস ২ জনই বিশ্বকাপজয়ী। এর আগে মেজর লিগ সকারের কোনও ক্লাবে একসঙ্গে ২ জন বিশ্বকাপজয়ী সই করেননি। সেই অর্থে ইতিহাস গড়েছেন মেসিরা। শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর দল ক্রাজ আজালের মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি। এই ম্যাচেই প্রথমবার নতুন ক্লাবের হয়ে খেলবেন মেসি ও বুস্কেটস। এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গ্যালারির সাধারণ দর্শকাসনের টিকিটের দাম রাখা হয়েছে ২৭৫ মার্কিন ডলার। সবচেয়ে ভালো আসনের টিকিটের দাম ১৯,০০০ মার্কিন ডলার। টিকিটের চাহিদা তুঙ্গে। ফলে ম্যাচের আগে টিকিটের দাম বেড়ে যেতে পারে।

Latest Videos

 

 

মেজর লিগ সকারে মেসির প্রথম ম্যাচ ঘিরে ফায়দা তোলার চেষ্টা শুরু করে দিয়েছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তিনি মাত্র ১ ডলারে ম্যাচের টিকিট বিলি করছেন। এই অর্থ দিতে হবে সুয়ারেজের নির্বাচনী তহবিলে। তাহলেই গ্যালারিতে সামনের আসনে বসে মেসির খেলা দেখা যাবে। এই ম্যাচ ঘিরে উন্মাদনা এমনই, অনেকেই সুয়ারেজের তহবিলে ১ ডলার দিয়ে টিকিট পেতে আগ্রহী। মেজর লিগ সকারে ২ মাসেরও বেশি সময় ধরে কোনও ম্যাচ জেতেনি ইন্টার মায়ামি। মেসি দলকে বদলে দেবেন বলেই আশা সমর্থকদের।

 

আরও পড়ুন-

Lionel Messi: সিগনাল ভেঙে সোজা চলে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন লিওনেল মেসি, দেখুন ভিডিও

কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও

ক্রীড়ামন্ত্রকের নিদান, এশিয়ান গেমসে যোগ দেওয়া হচ্ছে না ফুটবল দলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari