লিওনেল মেসির পর সরকারিভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন সের্জিও বুস্কেটস

মেজর লিগ সকারের সবচেয়ে বিখ্যাত ক্লাব ইন্টার মায়ামি এবার মিনি বার্সেলোনায় পরিণত হল। বার্সেলোনার প্রাক্তন কোচ জেরার্ডো তাতা মার্টিনো, প্রাক্তন তারকা লিওনেল মেসির পর এবার ইন্টার মায়ামিতে যোগ দিলেন সের্জিও বুস্কেটস।

চুক্তির কথা জানা গিয়েছিল কিছুদিন আগে। রবিবার সরকারিভাবে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন বার্সেলোনায় লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস। ২০২৫ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন বুস্কেটস। বার্সেলোনায় মেসি ও বুস্কেটস একসঙ্গে অনেক সাফল্য পেয়েছেন। এবার তাঁরা ইন্টার মায়ামিকেও সাফল্য এনে দিতে চান। বার্সেলোনার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার বুস্কেটস। অন্যদিকে, বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তিনি বার্সেলোনার ইতিহাসে সেরা ফুটবলার। ফলে এই ২ ফুটবলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। 

বুস্কেটস দলে যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস বলেছেন, ‘আমি সের্জিও বুস্কেটসকে ইন্টার মায়ামিতে স্বাগত জানানোর জন্য উত্তেজিত। প্রথম দিন থেকেই আমরা ইন্টার মায়ামিতে বিশ্বের সেরা খেলোয়াড়দের আনতে চেয়েছি। সের্জিও কেমন ফুটবলার, সেটা আর নতুন করে বলে দিতে হবে না।’

Latest Videos

 

 

ইন্টার মায়ামির চিফ সকার অফিসার ও স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘আমরা ইন্টার মায়ামিতে সের্জিওর মতো একজন ফুটবলারকে আনতে পেরে খুব খুশি। ও ফুটবলের ইতিহাসে অন্যতম বুদ্ধিমান খেলোয়াড়। ও যেভাবে খেলা বুঝতে পারে, তার তুলনা খুব কমই আছে। ও খেলার সবকিছুর উপর প্রভাব বিস্তার করে। সের্জিও সবসময় জিততে চায়। ও দলকে নেতৃত্ব দেয়। ও বিশ্বমানের ফুটবলার। ওকে আমাদের ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে দেখে আমরা উত্তেজিত।’

 

 

নতুন ক্লাবে যোগ দেওয়ার পর বুস্কেটস বলেছেন, ‘আমি এই বিশেষ সুযোগ পেয়ে অত্যন্ত উত্তেজিত। আমি কেরিয়ারের এই নতুন পদক্ষেপের দিকে তাকিয়ে আছি। ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। আমি গত বছর যখন বার্সেলোনার হয়ে এখানে এসেছিলাম, তখন ক্লাব দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবার আমি এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। আমি এবার ক্লাবকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে চাই।’

স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছেন বুস্কেটস। এরপর ২০১২ সালে ইউরো কাপ জয়ী স্পেন দলেও ছিলেন এই মিডফিল্ডার। তিনি বার্সেলোনার হয়ে ৯ বার লা লিগা জিতেছেন। এছাড়া ৩ বার ক্লাব বিশ্বকাপ, ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৭ বার কোপা ডেল রে জিতেছেন। ২০২২-২৩ মরসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জেতার পর দলবদল করলেন বুস্কেটস। নতুন দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন-

কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও

সরকারিভাবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন লিওনেল মেসি, পরবেন ১০ নম্বর জার্সিই

বিন্যান্স এনএফটি মার্কেটপ্লেসে দ্বিতীয়বার বিনিয়োগ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল