তিন পুত্র, স্ত্রী আন্তোনেইয়াকে নিয়ে ভরা সংসার ফুটবলের জাদুকরের। তবে এখানেই ইতি দিতে চাইছেন লিওনেল মেসি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, তিন পুত্রের পর যদি এক কন্যা সন্তান হয় তাহলে পরিবার সম্পূর্ণ হবে তাঁর।
তিন পুত্র, স্ত্রী আন্তোনেইয়াকে নিয়ে ভরা সংসার ফুটবলের জাদুকরের। তবে এখানেই ইতি দিতে চাইছেন লিওনেল মেসি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, তিন পুত্রের পর যদি এক কন্যা সন্তান হয় তাহলে পরিবার সম্পূর্ণ হবে তাঁর। তাহলে কি শীঘ্রই কোনও সুখবর দিতে চলেছেন মেসি?
সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমার তিন পুত্র রয়েছে। তবে আর এক সন্তান হলে মন্দ হয় না। আশা করি এবার কন্যা সন্তান হবে।' আপাতত ইউরোপে খেলার পাঠ চুকিয়ে পাড়ি জমিয়েছেন আমেরিকায়। সেখানে ডেভিড বেকহ্যামের টিম ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। জীবনে সমস্ত সম্মানের মধ্যে একমাত্র বিশ্বকাপই অধরা ছিল। ২০২২ সালে সেই সাধও পূরণ হয়েছে। তাই সব দিক থেকে তৃপ্ত মেসি ফুটবলকে এনজয় করতে চাইছেন। ইউরোপে সর্বোচ্চ পর্যায়ে খেলার চাপ নিতে নিতে চাননি। একই পথে হেঁটেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তিনি অবশ্য এশিয়ার পথ ধরেছেন।
এর আগে মেসি প্যারিস সাঁ জাঁ-য় খেলতেন। বিশ্বকাপ জেতার পরও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু প্রাক্তন ক্লাবের প্রতি তাঁর এত ক্ষোভ রয়েছে তা আগে প্রকাশ করেননি। সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমিই বোধহয় একমাত্র বিশ্বকাপ জয়ী যে ক্লাবের তরফ থেকে উপযুক্ত সম্মান পাইনি। আর্জেন্টিনা দলের বাকি ২৪ জন সদস্য প্রত্যেকে তাঁদের ক্লাবের তরফে সম্বর্ধনা পেয়েছে। আমি এটা আশা করিনি। তাই আর খেলার ইচ্ছে ছিল না।'
২০২২ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েই কাপ জেতে আর্জেন্টিনা। সেই দেশেরই ক্লাবের হয়ে তিনি ফুটবল খেলতেন। দলে আরও অনেক তারকা রয়েছেন। তবে মাতামাতি হয় কিলিয়ান এমবাপেকে নিয়ে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি এমবাপে। অন্য দিকে কাপ জিতে দেশ থেকে ফিরে ফ্রান্সে উষ্ণ অভ্যর্থনা পাননি মেসি।