BJP: রাজ্য বিজেপি-র বিজ্ঞাপনে ইস্টবেঙ্গল-মোহনবাগান, ক্ষুব্ধ সমর্থকদের একাংশ

ভোটের প্রচারে বরাবরই ক্রীড়াবিদদের দেখা যায়। কিন্তু সরাসরি কোনও ক্রীড়া সংস্থা বা ক্লাবের নাম ব্যবহার এর আগে দেখা যায়নি। এবার রাজ্য বিজেপি-র প্রচারে সেটাই দেখা গেল।

রাজ্য বিজেপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট ঘিরে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের একাংশ। এই পোস্টে দেখা যাচ্ছে, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা পাশাপাশি দাঁড়িয়ে দেওয়াল নিজেদের প্রিয় ক্লাবের পতাকার রং লাল-হলুদ ও সবুজ-মেরুনে রাঙিয়ে দিচ্ছেন। তাঁদের মধ্যে প্রবল তর্ক চলছে। কিন্তু ভোট দেওয়ার প্রশ্ন উঠতেই তাঁদের এক কথা, নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। ফুটবল দল নিয়ে বিরোধিতা থাকলেও, ভোট দেওয়ার প্রশ্নে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা একমত বলে দাবি বিজেপি-র। কিন্তু এই বিজ্ঞাপনে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতীক বিকৃত করা হয়েছে। ইস্টবেঙ্গলের প্রতীক মশাল। কিন্তু বিজেপি-র বিজ্ঞাপনে ইস্টবেঙ্গলের প্রতীক দেখানো হচ্ছে মুষ্ঠিবদ্ধ হাত। মোহনবাগানের নাম নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি-র বিজ্ঞাপনে দেখানো হচ্ছে এটিকে মোহনবাগান। এটিকে এফসি-র সঙ্গে সংযুক্তিকরণের পর এই নাম নিয়ে মোহনবাগান সমর্থকদের তীব্র আপত্তি ছিল। সোশ্যাল মিডিয়ায় 'রিমুভ এটিকে' প্রচার শুরু হয়েছিল। গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর দলের নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্ট করার কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু বিজেপি-র বিজ্ঞাপনে এখনও এটিকে মোহনবাগান দেখানো হচ্ছে। ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের মতোই মোহনবাগান সমর্থকদের একাংশও ক্ষুব্ধ।

ফের উঠে আসছে তথাগত রায়ের প্রসঙ্গ

Latest Videos

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের সময় রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলকে সমর্থন করা নিয়ে কটাক্ষ করেছিলেন তথাগত। এবার বিজেপি-র বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ তথাগতর সেই পোস্টের কথা উল্লেখ করছেন। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের দাবি, ইস্টবেঙ্গল-বিরোধী বিজেপি

 

 

রাজনৈতিক বিজ্ঞাপনে ফুটবল ক্লাবের নাম ব্যবহার কেন?

ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই যুক্ত। রাজনৈতিক দলের বিজ্ঞাপনে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ব্যবহার করা নিয়ে সমর্থকদের একাংশ ক্ষুব্ধ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভাইপোকে যদি প্যাকেট না করতে পারি, আমার নাম শুভেন্দু নয়!'- ফের বোমা ফাটালেন নন্দীগ্রামের বিধায়ক

ভোটের আগে বিপদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-বাজারে আসতে চলেছে প্রাক্তন বিচারপতির বিস্ফোরক ভিডিও! কী রয়েছে তাতে?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today