
Premier League Standings: ম্যাঞ্চেস্টার:সিটির দুরন্ত জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইতে, লিভারপুলকে পরাজিত করল ম্যাঞ্চেস্টার সিটি (premier league football)। এই ম্যাচে ৩-০ গোলে জয়লাব করেছে তারা (manchester city vs liverpool)।
উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচটি আবার দলের ম্যানেজার হিসেবে পেপ গুয়ার্দিওলার ১০০০তম ম্যাচও ছিল। তাই এই জয়টি ছিল নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকল। ম্যাচ শুরুর পর থেকেই, আক্রমণাত্মক খেলা শুরু করে সিটি। তবে ১৩ মিনিটে, পেনাল্টি মিস করেন আর্লিং হালান্ড। তবে খেলার ২৯ মিনিটে, ম্যাথিউস নুনেস-এর অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন হালান্ড।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে লিড আরও বাড়ান নিকো গঞ্জালেস। দ্বিতীয়ার্ধে লিভারপুল লড়াইতে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু মহম্মদ সালাহ এবং কোডি গ্যাকপো সিটির রক্ষণকে একেবারেই ভাঙতে পারেননি। ম্যাচের ৬৩ মিনিটে, জেরেমি ডোকু চ্যাম্পিয়নদের কার্যত, চমকে দেন। লিভারপুলের বিরুদ্ধে এই জয়ের মাধ্যমে সিটি, চলতি প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে উঠে এল। অন্যদিকে, প্রিমিয়ার লিগে পঞ্চম পরাজয়ের পর লিভারপুল অষ্টম স্থানে রয়েছে।
স্প্যানিশ লিগে হতাশ রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর বিরুদ্ধে রবিবার, ড্র করেছে তারা। কোনও দলই গোল করতে পারেনি। রিয়াল মাদ্রিদ টার্গেটে ৫টি শট নিলেও কোনওটি থেকেই গোল আসেনি। তবে এই ড্রয়ের পরেও রিয়াল মাদ্রিদ ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, অ্যাথলেটিক ক্লাব আবার জয় পেয়েছে। তারা ওভিয়েডোকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। খেলার ২৫ মিনিটে, নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাবের হয়ে জয়সূচক গোলটি করেন। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে সপ্তম স্থানে রয়েছে অ্যাথলেটিক ক্লাব।
তবে নিঃসন্দেহে ম্যাঞ্চেস্টার:সিটির দুরন্ত জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইতে, লিভারপুলকে পরাজিত করল ম্যাঞ্চেস্টার সিটি। ৩-০ গোলে জয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।