'ভারতীয় ফুটবলের সমস্যা গভীরে,' আইএসএল অনিশ্চিত হয়ে পড়ায় হতাশ সৌভিক চক্রবর্তী

Published : Nov 09, 2025, 02:52 PM ISTUpdated : Nov 09, 2025, 03:07 PM IST
Souvik Chakrabarti

সংক্ষিপ্ত

Indian Super League: চলতি মরসুমে আইএসএল আদৌ হবে কি না বা হলে কবে হবে, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ফুটবলের এই শোচনীয় দশা নিয়ে হতাশ ইস্টবেঙ্গলের (East Bengal FC) মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।

DID YOU KNOW ?
আইএসএল বিড হল না
কোনও সংস্থাই আইএসএল-এর জন্য বিড করেনি। ফলে এই লিগ হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Souvik Chakrabarti: ইস্টবেঙ্গলের (East Bengal FC) মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী বরাবরই সোজাসাপটা কথা বলেন। এবার আইএসএল (Indian Super League) ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়েও প্রকাশ্যে মুখ খুললেন এই ফুটবলার। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আইএসএল বিডের ব্যর্থতা শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই ধাক্কা নয়, আমার কাছে এটা ভারতীয় ফুটবলের ব্যবস্থাপনার সমস্যা ঠিক কতটা গভীরে, তা দেখিয়ে দিচ্ছে। এটা শুধু একটা লিগের ব্যাপার না। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ যখন অনিশ্চিত হয়ে পড়েছে, তখন গ্রাসরুট থেকে জাতীয় স্তর পর্যন্ত সবকিছুই প্রভাবিত হবে। সব ক্লাব ও ম্যাচের সঙ্গে যেমন খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, অগনিত সমর্থক থাকেন, তেমনই নেপথ্যে নীরবে কাজ করে চলেন বহু মানুষ। তাঁরাই খেলাকে বাঁচিয়ে রাখেন। তাঁদের নিষ্ঠার নির্দিষ্ট দিশা, দায়বদ্ধতা ও ব্যবস্থার প্রতি বিশ্বাস থাকা উচিত। কারণ, তাঁরা সবকিছু দেন।’

কীভাবে মিটতে পারে সমস্যা?

ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে সৌভিক লিখেছেন, ‘আমাদের এখন স্বচ্ছতা, পরিকল্পনা ও ঐক্য দরকার। খেলোয়াড় থেকে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ব্যক্তি, সমর্থক, যাঁরা মাঠে ও মাঠের বাইরে কাজ করে চলেছেন, সবার এমন এক কাঠামো দরকার যেখানে তাঁদের আবেগের মূল্য দেওয়া হবে এবং খেলা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য হবে। আমি সত্যিই আশা করি, দ্রুত এই সমস্যা মিটে যাবে। শুধু সর্বোচ্চ পর্যায়ের লিগের জন্যই নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্যও এই সমস্যা মেটানো দরকার।’

এবার আইএসএল হবে?

আগামী মাসেই এফএসডিএল-এর (Football Sports Development Limited) সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আইএসএল আয়োজনের দায়িত্ব কোনও সংস্থাকে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন। কিন্তু কোনও সংস্থাই আগ্রহ দেখাল না। ১৬ অক্টোবর রিকোয়েস্ট ফর প্রোপোজাল (Request for Proposal) দেয় এআইএফএফ। কিন্তু কোনও সংস্থাই বিড জমা দেয়নি। ফলে আইএসএল-এর ভবিষ্যৎ অনিশ্চিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৪
২০১৪ সালে শুরু হয় আইএসএল। এবার এই লিগ নিয়ে অনিশ্চয়তা।
২০১৪ সালে শুরু হওয়ার পর দেশের সেরা লিগ হয়ে উঠেছে আইএসএল। তবে এবার এই লিগ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল