গত এক দশকে ম্যাঞ্চেস্টারের রং লালের বদলে আকাশী হয়ে গিয়েছে। তবে এবার যে রং বদলাচ্ছে, সেটা বুঝিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ঠিক যেন ১৯৯৮-৯৯ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স ফাইনালের পুনরাবৃত্তি! সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়ে সংযোজিত সময়ে পল সোলস্কার ও টেডি শেরিংহ্যামের গোলে জয় ছিনিয়ে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আড়াই দশকেরও বেশি সময় পর রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের ৩৬ মিনিটে জসকো গাভার্ডিওলের পিছিয়ে পড়ে শেষমুহূর্তে জোড়া গোল করে জয় ছিনিয়ে নিল ম্যান ইউ। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ব্রুনো ফার্নান্ডেজ। এরপর ৯০ মিনিটে জয়সূচক গোল করেন আমাদ ডিয়ালো। গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টার ডার্বিতে ম্যান ইউয়ের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। রবিবার ম্যান সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ম্যান ইউয়ের জয়ের আশা খুব একটা ছিল না। কিন্তু শেষমুহূর্তে চমক দেখাল রুবেন অ্যামোরিমের দল। এরিক টেন হ্যাগ ছাঁটাই হওয়ার পর নতুন কোচের হাত ধরে সাফল্যের পথে ম্যান ইউ। অন্যদিকে, পেপ গুয়ার্দিওলার দল পরপর হেরেই চলেছে।
ষষ্ঠ জয় ম্যান ইউয়ের
রবিবার চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ জয় পেল ম্যান ইউ। ১৬ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বরে উঠে এল ম্যান ইউ। অন্যদিকে, ১৬ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে থাকল ম্যান সিটি। দলের এই পারফরম্যান্সে গুয়ার্দিওলার উপর চাপ বাড়ছে। তাঁর কোচিংয়ে গত কয়েক বছরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ম্যান সিটি। চলতি মরসুমের শুরুটাও দারুণভাবে হয়েছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়েছে।
ছন্দে ফিরছে ম্যান ইউ
এরিক টেন হ্যাগের কোচিংয়ে দিশা হারিয়ে ফেলেছিল ম্যান ইউ। নতুন কোচ দলে গুমোট ভাব কাটিয়ে দিয়েছেন। ফলে ছন্দ ফিরে পেয়েছেন ব্রুনোরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হার ১০ জনের মহামেডান স্পোর্টিংয়ের, লিগ টেবলে সবার শেষেই অবস্থান
চোট, ফর্মের অভাব, আইএসএল-এর মাঝপথে ৬ বিদেশি ফুটবলারকে নিয়েই প্রবল সমস্যায় ইস্টবেঙ্গল
'মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের নববর্ষের উপহার,' বিশেষ ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার