Messi in India: ভারত ছাড়লেন মেসি। ভারত সফর শেষ করে ফিরে গেলেন লিওনেল মেসি। মুকেশ অম্বানীর আমন্ত্রণে সূচি পরিবর্তন করে সোমবার রাতে, দিল্লী থেকে গুজরাতের জামনগরে পৌঁছে যান মেসি (messi in india)। সেখানে রিল্যায়েন্স ফাউন্ডেশনের ‘বনতারা’-য় অম্বানি পরিবারের আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ’এলএম১০' (messi delhi)।
কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই এবং দিল্লী সফরের পর, দুই সতীর্থ লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি। ‘বনতারা’-র অনুষ্ঠানের কোনও সরাসরি সম্প্রচার করা হয়নি। আম্বানি পরিবারের সদস্যরা মেসির সঙ্গে সাক্ষাৎ করেন।
‘বনতারা’-র মন্দিরের বিগ্রহের সামনে দাঁড়িয়ে, বেদীতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন মেসি। তখন পাশে দাঁড়িয়ে অনন্ত আম্বানি এবং রদ্রিগো ডি’পল। ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের শ্রদ্ধাজ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
তখন মন্দিরে মেসি, ডি’পল এবং সুয়ারেজ আরতিও করেছেন। থালায় ছিল প্রদীপ এবং ফুল। শুধু তাই নয়, ‘বনতারা’-য় বাঘ, সিংহ, হাতি এবং জিরাফের সঙ্গে ছবিও তোলেন মেসিরা। সেই মুহূর্তের কিছুও ছবিও দেখা গেছে।
অন্যদিকে, সোমবার দিল্লীতে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর, মাইক হাতে নিয়েই মেসি ধন্যবাদ জানান সকলকে। তিনি বলেন, “ভারতে এসে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই কয়েকটাদিন দুর্দান্ত কাটল আমাদের সকলের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমি আবার ভারতে আসব। হয়ত ম্যাচ খেলতেই আসব বা অন্য কোনও কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েকদিনের অফুরন্ত ভালোবাসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।