Mexico Gun Violence: মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা! মৃত্যু ১১ জনের, বিশ্বকাপের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা

Published : Jan 26, 2026, 04:12 PM ISTUpdated : Jan 26, 2026, 04:24 PM IST
Mexico Gun Violence

সংক্ষিপ্ত

Mexico Gun Violence: প্রশ্নের সম্মুখীন মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। একটি ফুটবল ম্যাচ চলাকালীন এই হামলার ঘটনাটি ঘটে। যার জেরে ১১ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। সেইসঙ্গে, ১২ জন আহত হয়েছেন।

Mexico Gun Violence: ফুটবল মাঠে বন্দুকবাজের হামলা। মেক্সিকোর একটি ফুটবল স্টেডিয়ামে, এই ঘটনাটি ঘটেছে (mexico gun deaths)। যেখানে চলতি বছরের ১১ জুন থেকে শুরু হতে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। সবথেকে বড় বিষয়, এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। তার ঠিক আগে এমন একটি ঘটনা ঘটল মেক্সিকোর ফুটবল মাঠে (how many murders in mexico this year)। 

১১ জন প্রাণ হারিয়েছেন

স্বাভাবিকভাবেই, প্রশ্নের সম্মুখীন মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। একটি ফুটবল ম্যাচ চলাকালীন এই হামলার ঘটনাটি ঘটে। যার জেরে ১১ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। সেইসঙ্গে, ১২ জন আহত হয়েছেন।

এই ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর অন্তর্গত গুয়ানাজুয়াটোতে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সালামানাকা শহরে স্থানীয় একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক বন্দুকবাজ হামলা চালায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। 

পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অনেকেই কোনওমতে লুকিয়ে বা নিজেদের আড়াল করে প্রাণে বাঁচেন। তবে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই জঘন্য হামলার ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ অবশ্য ইতিমধ্যেই তল্লাশির কাজ শুরু করে দিয়েছে বলে খবর।

রীতিমতো উদ্বেগে রয়েছে স্থানীয় প্রশাসন

উল্লেখযোগ্য বিষয় হল, এই জায়গাটা খুব একটা সুবিধার নয়। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য একেবারে শীর্ষে রয়েছে। রীতিমতো সমাজবিরোধীদের অবাধ আস্তানা হয়ে উঠেছে এই রাজ্য। একাধিক গ্রুপ গজিয়ে উঠেছে এখানে। বহুবার তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে এসেছে গুয়ানাজুয়াটো। এবারও তাই। 

আর সেই মেক্সিকোতেই অনুষ্ঠিত হবে একাধিক বিশ্বকাপের ম্যাচ। আগামী ১১ জুন, ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে, মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগেই আয়োজক দেশে এমন একটি ঘটনার জেরে রীতিমতো উদ্বেগে রয়েছে স্থানীয় প্রশাসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ISL 2026: ভালোবাসার দিনেই শুরু ফুটবলের উদযাপন! ১৪ ফেব্রুয়ারি মাঠে নামছে মোহনবাগান, ৩ মে কলকাতা ডার্বি
'মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল ২০২৬ বয়কট করুন', আহ্বান প্রাক্তন ফিফা প্রেসিডেন্টের