ফের প্রিমিয়ার লিগ জিতবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আশাবাদী মাইকেল ওয়েন

Published : Oct 08, 2025, 04:17 PM ISTUpdated : Oct 08, 2025, 04:28 PM IST
Michael Owen

সংক্ষিপ্ত

Premier League: দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছে না ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তবে এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রাক্তন ফুটবলার মাইকেল ওয়েন (Michael Owen)।

DID YOU KNOW ?
ম্যান ইউয়ের ব্যর্থতা
অ্যালেক্স ফার্গুসন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে সাফল্য আসছে না। এবারও ঘুরে দাঁড়ানোর আশা কম।

Michael Owen: দীর্ঘদিন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) জিততে না পারলেও, ভবিষ্যতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী প্রাক্তন ফুটবলার মাইকেল ওয়েন (Michael Owen)। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সবসময় লিগ জিততে দেখেছি। ফলে সবাই কী ভাবছে, সেটা আমি বুঝতে পারছি। কী সমস্যা হল? এটা সাধারণ ঘটনা নয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভালো ফল করা উচিত। তবে শুধু বর্তমান ম্যানেজারকে দোষ দিলে চলবে না। অ্যালেক্স ফার্গুসন (Alex Ferguson) দল ছাড়ার পর থেকে ওরা বারবার ম্যানেজার, ডিরেক্টর, খেলোয়াড়, এমনকী, মেডিক্যাল স্টাফও বদল করেছে। সবকিছুই বদল করা হয়েছে। কিন্তু তারপরেও যখন ভালো ফল হয়নি, তখন ফের সবকিছু বদল করা হয়েছে। কিন্তু যতদিন না উপর থেকে কাঠামো বদল করা না হয়, তাহলে ফল বদলাবে না। বোর্ডরুম থেকে মাঠ পর্যন্ত সবাই যতদিন না একই দিশায় চলবে, ততদিন ফল বদলাবে না।’

ধৈর্য ধরার বার্তা ওয়েনের

সাফল্য পাওয়ার জন্য ম্যান ইউকে ধৈর্য ধরতে হবে বলে মনে করেন ওয়েন। এ বিষয়ে তিনি বলেছেন, 'যখন আর্সেন ওয়েঙ্গার (Arsène Wenger) আর্সেনাল (Arsenal) ছাড়েন, তখন ওদের সমস্যায় পড়তে হয়। লিভারপুলের (Liverpool) স্বর্ণযুগ শেষ হওয়ার পর ওদেরও একই অবস্থা হয়। সব দলের ক্ষেত্রেই এরকম খারাপ অবস্থা আসে। রাতারাতি কোনও এক রাজবংশের বদলে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করা যায় না। সাফল্য পেতে হলে ধৈর্য ধরতেই হবে। একটা বিষয় প্রায় নিশ্চিত, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রত্যাবর্তন ঘটাবে। এ বিষয়ে কোনও সংশয় নেই। কিন্তু প্রশ্ন হল, ওরা কবে প্রত্যাবর্তন ঘটাবে। দু'বছর, চার বছর, ছয় বছর বা হয়তো আট বছর পর ওরা ফের প্রিমিয়ার লিগ জিতবে। কিন্তু নিশ্চিতভাবেই ওরা জিতবে।'

১০ নম্বরে ম্যান ইউ

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে ম্যান ইউ। তারা সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখনই ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে ম্যান ইউ। ফলে এবারের লিগে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন ১০ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
দীর্ঘদিন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবারও তারা পিছিয়ে পড়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?