Manchester United: ম্যানেজার বদল, ফুটবলার বদল, কোনও কিছুতেই লাভ হচ্ছে না। টানা ব্যর্থ হয়ে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন মরসুমের শুরুটাও খুব খারাপভাবে হল। ওল্ড ট্র্যাফোর্ডে লজ্জার নতুন নজির তৈরি হল।

DID YOU
KNOW
?
ব্যর্থ রুবেন অ্যামোরিম
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার রুবেন অ্যামোরিমও দলকে সাফল্য এনে দিতে পারছেন না।

Grimsby Town: ইংলিশ ফুটবল লিগের (English Football League) তৃতীয় ডিভিশন হল লিগ টু (League Two)। সবমিলিয়ে ইংল্যান্ডের ফুটবল লিগ সিস্টেমে চতুর্থ পর্যায়ের লিগ হল লিগ টু। সেই লিগের অনামী দল গ্রিমসবি টাউনের বিরুদ্ধে ইংল্যান্ড (England) তথা বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সহজ জয় পাবে, এমনই ধরে নিয়েছিল সবাই। কিন্তু ফুটবলে কিছুই অসম্ভব নয়। সেটা ফের প্রমাণ করে দিল গ্রিমসবি টাউন। এই অনামী দলই ক্যারাবাও কাপের (Carabao Cup) দ্বিতীয় রাউন্ডে ম্যান ইউকে হারিয়ে দিল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। তারপর পেনাল্টি শ্যুটআউটে ১২-১১ জয় পায় গ্রিমসবি টাউন। ম্যানেজার বদল করেও ম্যান ইউয়ের ব্যর্থতার পালায় কোনও বদল হল না। নতুন ম্যানেজার রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) আমলেও পরপর ম্যাচ হারছে ম্যান ইউ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হারের ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে এই হারের কোনও ব্যাখ্যা নেই।

'কোনও পরিবর্তনই কার্যকর হচ্ছে না'

এই হারের পর ম্যান ইউ ম্যানেজার বলেছেন, ‘আমি হতবাক হয়ে গিয়েছি। কারণ, আমরা এমন এক মুহূর্তে আছি, যখন আমরা দলে অনেক বদল করছি। আমরা অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু যখন এই ধরনের মুহূর্ত আসে, তখন আমাদের সেরা পারফরম্যান্স দেখানো দরকার। আমরা যদি ভালো পারফরম্যান্স দেখাতে না পারি, নিজেদের মেলে ধরতে না পারি, তাহলে তাহলে মনে হতেই পারে যে কোনও বদল দরকার। ফের ২২ জন খেলোয়াড়কেই বদল করা সম্ভব নয়।’

গ্রিমসবি টাউনকে হাল্কাভাবে নিয়ে হেরে গেল ম্যান ইউ

অ্যামোরিম ভেবেছিলেন, তাঁর দল গ্রিমসবি টাউনকে সহজেই হারিয়ে দেবে। এই কারণেই তিনি ব্রুনো ফার্নান্ডেজ, ব্রায়ান এমবিউমো, ম্যাথিয়াস ডি’লিটকে প্রথম একাদশে রাখেননি। প্রতিপক্ষকে খাটো করে দেখার ফল পেল ম্যান ইউ। ২২ মিনিটে চার্লস ভারনামের গোলে এগিয়ে যায় গ্রিমসবি টাউন। ৩০ মিনিটে দ্বিতীয় গোল করেন টাইরেল ওয়ারেন। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরে ম্যান ইউ। ৭৫ মিনিটে ব্যবধান কমান এমবিউমো। ৮৯ মিনিটে সমতা ফেরান হ্যারি ম্যাগুয়ার। কিন্তু শেষরক্ষা হল না। স্মরণীয় জয় পেল গ্রিমসবি টাউন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।