জাতীয় দলের পর ক্লাবের হয়েও হ্যাটট্রিক, মেজর লিগ সকার মাতাচ্ছেন লিওনেল মেসি

কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসি। আর দুই বা তিন মরসুম খেলার পরেই পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন এই তারকা। তার আগে জাতীয় দল ও ক্লাবের হয়ে খেলা উপভোগ করছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক।

Soumya Gangully | Published : Oct 20, 2024 1:10 PM
17
কয়েকদিন আগেই আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন, এবার ইন্টার মায়ামির হয়েও একই নজির লিওনেল মেসির

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর এবার মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধেও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি।

27
লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধে ৬-২ জয় পেল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। রবিবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধেও অসামান্য পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করলেন মেসি। তাঁর দল ৬-২ জয় পেল।

37
দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর হ্যাটট্রিক লিওনেল মেসির

৫৭ মিনিটে জুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। তিনি ৭৮ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৮৯ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।

47
লিওনেল মেসির হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করলেন সতীর্থ লুই সুয়ারেজ

নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোল করেন লুই সুয়ারেজ। এরপর তিনি ৪২ মিনিটে ব্যবধান বাড়ান।

57
লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে সবচেয়ে বেশি পয়েন্ট পেল ইন্টার মায়ামি

এর আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির সবচেয়ে বেশি পয়েন্ট ছিল ৭৩। এবার ৭৪ পয়েন্ট পেয়ে গিয়েছেন লিওনেল মেসিরা। তাঁরা সাপোর্টার্স শিল্ড জিতেছেন। এবার এমএলএস কাপ জেতাই মেসিদের লক্ষ্য।

67
মেজর লিগ সকারে প্রথম মরসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মেসি-সুয়ারেজ

মেজর লিগ সকারে প্রথম মরসুমে ২০ গোল করেছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। নিজে গোল করার পাশাপাশি ১৯ ম্যাচ খেলে সতীর্থদের দিয়ে ১৬ গোল করিয়েছেন মেসি। ২৭ ম্যাচ খেলে সতীর্থদের ৯ গোল করতে সাহায্য করেছেন সুয়ারেজ।

77
শুক্রবার প্রথম প্লে-অফ ম্যাচে খেলতে নামছেন লিওনেল মেসি, লুই সুয়ারেজরা

শুক্রবার প্রথম প্লে-অফ ম্যাচে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ওয়াইল্ড কার্ড ম্যাচে সি এফ মন্ট্রিল ও আটলান্টা ইউনাইটেডের মধ্যে বিজয়ীর বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos