Mohammed Habib: চলে গেলেন ময়দানের 'বড়ে মিঞা', স্বাধীনতা দিবসের দিন প্রয়াত ফুটবল তারকা মহম্মদ হাবিব

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাবিবের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব।

চলে গেলেন ভারতীয় ফুটবলের অনন্য নক্ষত্র ময়দানে বড়ে মিঞা মহম্মদ হাবিব। স্বাধীনতা দিবসের দিন দেশহজুড়ে আনন্দের মধ্যেই শোকের ছায়া ময়দানে। শোকের ছায়া লাল-হলুদ দলেও। প্রাক্তন ইস্টবেঙ্গল কর্তা সুপ্রকাশ গড়গড়ির পরে এবার প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের তারকা ফুটবলার মহম্মদ হাবিব। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে প্রয়াত হলেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে প্রয়াণের খবর জানানো হয়েছে। জানা যাচ্ছে শেষ জীবনে কথা বলতে পারতেন না হাবিব। মনেও রাখতে পারতেন না কিছু।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাবিবের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। জানা যাচ্ছে ২০২১ সালে তাঁর চিকিৎসার জন্য ক্লাবের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল। পরে ধীরে ধীরে আরও সাহায্য করা হয়। ১৯৬৬ সালে হায়দারাবাদ থেকে কলকাতায় এসেছিলেন হাবিব। মাত্র ১৭ বছর বয়সে খেলতে শুরু করেন ইস্টবেঙ্গলে। দীর্ঘ ১৮ বছর তিনি ময়দানে দাপিয়ে খেলেছেন। ইস্টবেঙ্গলে খেলেছেন ৮ বছর। এই ৮ বছরে ইস্টবেঙ্গলের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ১১৩ টি গোল করেছেন। ১৯৭০-৭৪ সালে হাবিবের থাকাকালীন টানা ১৯৩২ দিন কলকাতা ডার্বিতে পরাস্ত হয়নি লাল-হলুদ বাহিনী। এই সময় মোট ১৩টি ট্রফি জিতেছিল লাল-হলুদ।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today