'অতীত থেকে শিক্ষা নিয়ে উন্নতির চেষ্টা করছি,' এএফসি কাপের আগে বললেন মোহনবাগান কোচ

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার এএফসি কাপেও সাফল্য পাওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের এএফসি কাপের প্রথম ম্যাচে নেপালের ক্লাবের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন।

জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, দিমিত্রিওস পেট্রাটস, লিস্টন কোলাসো, মনবীর সিং, হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলি, শুভাশিস বসু, আশিস রাই, আশিক কুরুনিয়ানের মতো তারকাকে নিয়েও কলকাতা ডার্বি জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। এবার এএফসি কাপের লড়াইয়ে নামছে সবুজ-মেরুন। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ড ২-এর ম্যাচে মোহনবাগানের সামনে নেপালের ক্লাব মাছিন্দা এফসি। ডার্বি হার ভুলে এবার জয় দিয়ে এএফসি কাপ অভিযান শুরু করার লক্ষ্যে সবুজ-মেরুন। বুধবারের ম্যাচ প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, 'আমরা অতীতকে বদলাতে পারি না। আমরা শিক্ষা নিয়ে উন্নতির চেষ্টা করছি। কামিংস, আর্মান্দো গত সপ্তাহে এসেছে। মানিয়ে নেওয়ার জন্য ওদের সময় দরকার। আমি জানি সবাই কামিংস ও আর্মান্দোকে নিয়ে উত্তেজিত। এটা স্বাভাবিক। খেলোয়াড়দের সময় দরকার। ওরা একসঙ্গে দল হিসেবে খেলার জন্য অনুশীলন চালাচ্ছে।'

মোহনবাগান কোচ আরও বলেছেন, 'ভুলে গেলে চলবে না, ভারতে এসে মানিয়ে নেওয়া কঠিন। এখানকার মানসিকতা, সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। অনেককিছু বদল করতে হয়। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার উপর ভরসা রাখতে হয় এবং ধাপে ধাপে এগোতে হয়। আমরা প্রতিটি ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে উন্নতি করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রক্রিয়া। আমি নিশ্চিত, পরের ম্যাচে আমাদের পারফরম্যান্স অনেক ভালো।'

Latest Videos

ডার্বিতে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন ইউরোপে কাপে আলবানিয়ার হয়ে গোল করা সাদিকু। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে খেলতে নামেন কামিংস ও পেট্রাটস। কিন্তু গোল পাননি সাদিকু। প্রায় ৪০ মিনিট খেলেও গোলের কাছাকাছি পৌঁছতে পারেননি কামিংস। বরং তিনি ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন। অস্ট্রেলিয়ার হয়ে কাতার বিশ্বকাপে খেলা এই স্ট্রাইকারের পারফরম্যান্স কাউকেই খুশি করতে পারেনি। তবে কামিংসের পাশেই দাঁড়াচ্ছেন সবুজ-মেরুন কোচ। তাঁর আশা, পরের ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাবেন কামিংস।

মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ ফেরান্দোর সঙ্গে এবার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে জুড়ে দেওয়া হয়েছে আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ আবাসকে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা সবুজ-মেরুন শিবিরের। এ প্রসঙ্গে ফেরান্দো বলেছেন, ‘আমরা সবসময় ফুটবল নিয়ে আলোচনা করছি। কীভাবে উন্নতি করা যায় সেটাই ভাবছি। তবে ২-৩ দিনেই উন্নতি করা অসম্ভব। আমাদের সময় দরকার। কোচ ও নতুন টেকনিক্যাল ডিরেক্টর উন্নতির পথ খোঁজার চেষ্টা করছে।’

আরও পড়ুন-

পাঞ্জাব এফসি ম্যাচ নক-আউট, ডার্বি ভুলে জয়ের জন্য ঝাঁপাতে তৈরি ইস্টবেঙ্গল

লড়াই করে জয় ইস্টবেঙ্গলের, আত্মতুষ্টিই কাল হল মোহনবাগান সুপার জায়ান্টের

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari