ঘুম উড়বে বিপক্ষের! মহামেডানে আসতে চলেছেন এই বিদেশি সেন্টার-ফরোয়ার্ড?

দুই প্রধানের মাঝে লড়াইতে পিছিয়ে নেই মহামেডানও (Mohammedan Sporting Club)। আফ্রিকান (African) সেন্টার-ফরোয়ার্ড (Centre-Forward) মানজোকি আসতে চলেছেন সাদাকালো ব্রিগেডে।

দুই প্রধানের মাঝে লড়াইতে পিছিয়ে নেই মহামেডানও (Mohammedan Sporting Club)। আফ্রিকান (African) সেন্টার-ফরোয়ার্ড (Centre-Forward) মানজোকি আসতে চলেছেন সাদাকালো ব্রিগেডে।

প্রসঙ্গত, গত মরশুমে কলকাতা লিগে (Durand Cup) জয় পায় মহামেডান স্পোর্টিং ফুটবল দল। তারপর আই লিগেও (I-League) সেরার শিরোপা ছিনিয়ে নেয় তারা।

Latest Videos

আর আগামী মরশুমে, প্রথমবারের জন্য আইএসএল (Indian Super League) খেলতে নামছে সাদাকালো ব্রিগেড। স্বভাবতই, শক্তিশালী দলগঠনের দিকে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team Management)। তাই এবার মহামেডান কর্তাদের নজরে আফ্রিকান সেন্টার-ফরোয়ার্ড সিজার লোবি মানজোকি (Cesar Lobi Manzoki)

শোনা যাচ্ছে, তাঁকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সাদাকালো কর্তারা। সূত্রের খবর, মানজোকির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, মানজোকির মহামেডানে (MSC) আসা নাকি শুধুই সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, আফ্রিকার বেশ কয়েকটি ফুটবল দলের হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স রয়েছে মানজোকির (Cesar Lobi Manzoki)। গত ২০২০ সালে, উগান্ডা প্রিমিয়ার লিগের (Uganda Premier League) দল ভাইপার্স এসসি-র (Vipers SC) হয়ে ৪৬টি ম্যাচে ২৬টি গোল করেন এই ফুটবলারটি। সবথকে বড় বিষয়, গত ২০২০-২১ মরশুমে উগান্ডা কাপ (Uganda Cup) এবং উগান্ডা প্রিমিয়ার লিগে ‘গোল্ডেন বুট’ (Golden Boot) জেতেন ২৭ বছর বয়সী এই সেন্টার-ফরোয়ার্ডটি।

এছাড়াও তিনি ডালিয়ান প্রো (Dalian Pro) ক্লাবের হয়েও ফুটবল খেলেন। গত মরশুমে মানজোকি খেলেন দুবাইয়ের (Dubai) হাটটা ক্লাবের (Hatta Club) হয়ে। সংযুক্ত আরব আমিরশাহি প্রো লিগের (UAE Pro League) এই দলটির হয়ে চুটিয়ে ফুটবল খেলেন এই তরুণ সেন্টার-ফরোয়ার্ড। তাঁর নামের পাশে রয়েছে ১১টি গোল।

আসন্ন মরশুমে তাই এই সেন্টার-ফরোয়ার্ডকেই দলে নিতে চলেছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল।

আরও পড়ুনঃ

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন