ঘুম উড়বে বিপক্ষের! মহামেডানে আসতে চলেছেন এই বিদেশি সেন্টার-ফরোয়ার্ড?

দুই প্রধানের মাঝে লড়াইতে পিছিয়ে নেই মহামেডানও (Mohammedan Sporting Club)। আফ্রিকান (African) সেন্টার-ফরোয়ার্ড (Centre-Forward) মানজোকি আসতে চলেছেন সাদাকালো ব্রিগেডে।

Subhankar Das | Published : Jun 28, 2024 2:17 PM IST

দুই প্রধানের মাঝে লড়াইতে পিছিয়ে নেই মহামেডানও (Mohammedan Sporting Club)। আফ্রিকান (African) সেন্টার-ফরোয়ার্ড (Centre-Forward) মানজোকি আসতে চলেছেন সাদাকালো ব্রিগেডে।

প্রসঙ্গত, গত মরশুমে কলকাতা লিগে (Durand Cup) জয় পায় মহামেডান স্পোর্টিং ফুটবল দল। তারপর আই লিগেও (I-League) সেরার শিরোপা ছিনিয়ে নেয় তারা।

আর আগামী মরশুমে, প্রথমবারের জন্য আইএসএল (Indian Super League) খেলতে নামছে সাদাকালো ব্রিগেড। স্বভাবতই, শক্তিশালী দলগঠনের দিকে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team Management)। তাই এবার মহামেডান কর্তাদের নজরে আফ্রিকান সেন্টার-ফরোয়ার্ড সিজার লোবি মানজোকি (Cesar Lobi Manzoki)

শোনা যাচ্ছে, তাঁকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সাদাকালো কর্তারা। সূত্রের খবর, মানজোকির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, মানজোকির মহামেডানে (MSC) আসা নাকি শুধুই সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, আফ্রিকার বেশ কয়েকটি ফুটবল দলের হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স রয়েছে মানজোকির (Cesar Lobi Manzoki)। গত ২০২০ সালে, উগান্ডা প্রিমিয়ার লিগের (Uganda Premier League) দল ভাইপার্স এসসি-র (Vipers SC) হয়ে ৪৬টি ম্যাচে ২৬টি গোল করেন এই ফুটবলারটি। সবথকে বড় বিষয়, গত ২০২০-২১ মরশুমে উগান্ডা কাপ (Uganda Cup) এবং উগান্ডা প্রিমিয়ার লিগে ‘গোল্ডেন বুট’ (Golden Boot) জেতেন ২৭ বছর বয়সী এই সেন্টার-ফরোয়ার্ডটি।

এছাড়াও তিনি ডালিয়ান প্রো (Dalian Pro) ক্লাবের হয়েও ফুটবল খেলেন। গত মরশুমে মানজোকি খেলেন দুবাইয়ের (Dubai) হাটটা ক্লাবের (Hatta Club) হয়ে। সংযুক্ত আরব আমিরশাহি প্রো লিগের (UAE Pro League) এই দলটির হয়ে চুটিয়ে ফুটবল খেলেন এই তরুণ সেন্টার-ফরোয়ার্ড। তাঁর নামের পাশে রয়েছে ১১টি গোল।

আসন্ন মরশুমে তাই এই সেন্টার-ফরোয়ার্ডকেই দলে নিতে চলেছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল।

আরও পড়ুনঃ

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari : 'পিসি-ভাইপো মিলে ব্রিটানিয়া তুলে দিয়েছে, জনগণ আপনাকে তুলে ফেলবে'
Suvendu Adhikari : 'এবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে' #suvenduadhikari #bjp #tmc
Sukanta Majumdar : 'প্রশ্নপত্র ফাঁস করলেই ১ কোটি টাকা জরিমানা' সুকান্ত মজুমদার
Suvendu Adhikari : 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হলে বেতন বন্ধ হবে' কেন জানেন? শুভেন্দু যা বললেন, দেখুন
Nadia Hawker Eviction: নদিয়াতে সকাল থেকে শুরু উচ্ছেদ অভিযান,এলাকা পরিদর্শনে বিজেপির সভাপতি