Lallianzuala Chhangte: সমর্থকরা জার্সি পরিয়ে দিলেও ছাংতেকে পেল না মোহনবাগান, থাকছেন মুম্বইয়েই

সুনীল ছেত্রী-পরবর্তী ভারতীয় দলের অন্যতম ভরসা লালিয়ানজুয়ালা ছাংতে। এই তরুণ ফুটবলারকে নিয়ে ভারতীয় ফুটবল মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। এবারের আইএসএল-এর অন্যতম আকর্ষণ ছাংতে।

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, মুম্বই সিটি এফসি ছেড়ে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন লালিয়ানজুয়ালা ছাংতে। এই জল্পনার মধ্যেই বৃহস্পতিবার কলকাতায় আসেন এই তরুণ ফুটবলার। রটে যায়, তিনি সবুজ-মেরুনে যোগ দিতেই কলকাতায় এসেছেন। অত্যুৎসাহী মোহনবাগান সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ছাংতের সবুজ-মেরুন জার্সি পরা ছবিও শেয়ার করেন। তবে শুক্রবার সেই জল্পনার অবসান হল। মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন না ছাংতে। তিনি মুম্বই সিটি এফসি-তেই থাকছেন। ২০২৬-২৭ মরসুম পর্যন্ত মুম্বইয়ে থাকতে রাজি হয়েছে ছাংতে। শুক্রবার তাঁর সঙ্গে চুক্তি বৃদ্ধি করার কথা ঘোষণা করল মুম্বই সিটি এফসি। ফলে মোহনবাগান সমর্থকদের হতাশ হতে হল।

ভারতীয় ফুটবলে সাড়া ফেলেছেন ছাংতে

Latest Videos

২০২২ সালের জানুয়ারিতে মুম্বই সিটি এফসি-তে যোগ দেন তরুণ উইঙ্গার ছাংতে। আইএসএল-এ খেলার সুযোগ পাওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ। মুম্বই সিটি এফসি ও জাতীয় দলের নিয়মিত ফুটবলার হয়ে উঠেছেন ছাংতে। ২০২২-২৩ মরসুমের আইএসএল-এর পর ২০২৩-২৪ মরসুমে আরও ভালো পারফরম্যান্স দেখান এই উইঙ্গার। তিনি নিজে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৬ গোল করান। আইএসএল-এ প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে পরপর ২ মরসুমে ১৫ বা তার বেশি গোলের সঙ্গে যুক্ত থাকেন ছাংতে। ২০২২-২৩ মরসুমের আইএসএল-এ সেরা ফুটবলার হিসেবে 'গোল্ডেন বল' জেতেন এই তরুণ। ২০২২ সালের ডুরান্ড কাপে তিনি 'গোল্ডেন বুট' জেতেন। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

 

 

মুম্বইয়ে থাকতে পেরে খুশি ছাংতে

মুম্বইয়ের সঙ্গে চুক্তি বাড়ানোর পর ছাংতে বলেছেন, ‘নতুন মরসুমে যে মুম্বই সিটি এফসি-তেই থাকব, সে বিষয়ে আমার কোনও সন্দেহ ছিল না। সমর্থকরা অসাধারণ, ক্লাবের সবাই পরিবারের মতো। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা ভালোবাসার বিনিময়ে ভালো ফুটবল ও ট্রফি দিতে পারছি। আগামী কয়েক বছরে আরও অনেক কাহিনি রচিত হবে। আশা করি মুম্বই সিটি এফসি-র হয়ে সেরা পারফরম্যান্স দেখাতে পারব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: নতুন মরসুমেও ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন, সহকারী মহেশ

Madih Talal: 'মাঝমাঠের রাজা' থাকতে চিন্তা কী! নতুন স্বপ্নে বুঁদ ইস্টবেঙ্গল

Mohun Bagan Super Giant: আপুইয়া নিশ্চিত, ইস্টবেঙ্গলেরও ঘর ভাঙবে মোহনবাগান সুপার জায়ান্ট?

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury