MSC: হটাৎ করেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট! পদত্যাগ করলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ

সংক্ষিপ্ত

এই মুহূর্তে চূড়ান্ত বেকায়দায় রয়েছে মহামেডান। 

আইএসএল-এর মাঝেই দায়িত্ব ছাড়লেন মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)। তিনি অভিযোগ করছেন, তিন মাসের বেতন এখনও পাননি তিনি। সেই কারণেই, বাধ্য হয়ে দায়িত্ব ছাড়লেন।

শনিবার, মহমেডানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়লেন চেরনিশভ। মহমেডানকে আইলিগ জেতালেও আইএসএলে সেইভাবে সফল হতে পারেননি সাদকালো ব্রিগেডের হেডস্যার। মোট ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একেবারে শেষে রয়েছে মহমেডান।

Latest Videos

চেরনিশভ বুধবার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং দুঃখের সিদ্ধান্ত। মহমেডানের সঙ্গে আমার যেমন ঝগড়া হয়েছে, তেমন ভালোবাসাও ছিল। তবে আমি একজন পেশাদার কোচ। তিন মাস বেতন ছাড়া কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এই মরশুমে যে যে সমস্যা হয়েছে, তা নিয়ে আমি আর কোনও কথা বলব না। কখনও সমস্যাকে ভয় পাইনি। সবসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু এটা চলতে পারে না। চোখে জল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এর দায় ক্লাব কর্তাদের। কারণ, তারা চুক্তি ভঙ্গ করেছেণ।”

এমনিতে মহমেডানে আর্থিক সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছে। ফুটবলাররাও বেতন পাচ্ছেন না। এমনকি, তারা অনুশীলনেও নামতে অস্বীকার করেছেন সেই কারণে। এক সপ্তাহ আগে একদিন অনুশীলনে গিয়েও প্রথমে মাঠে নামেননি ফুটবলাররা। কিন্তু ক্লাব বা বিনিয়োগকারীদের তরফ থেকে কেউ সমস্যা সমাধানের কোনওরকম আশ্বাস দেননি।

আর ঠিক সেই কারণেই অনুশীলন করেননি মহমেডান ফুটবলাররা। মিরজালল কাশিমভরা ভেবেছিলেন যে, ক্লাব বা বিনিয়োগকারীদের তরফ থেকে কেউ এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সমস্যা সমাধানের কোনও একটি দিশা দেখাবেন। কিন্তু সাদাকালো কর্তারা এদিন ফুটবলারদের সঙ্গে কথা বলতে আসেননি।

শুধু শ্রাচী স্পোর্টসের এক প্রতিনিধি এসেছিলেন মাঠে। আসেননি আর এক বিনিয়োগকারী বাঙ্কারহিলের কোনও প্রতিনিধি। অনেকক্ষণ বসে থেকে হতাশ ফুটবলাররা শেষপর্যন্ত হোটেলে ফিরে যান। মাঝে অবশ্য একবার ফ্লোরেন্ট ওগিয়ার, জোসেফ অ্যাডজেইয়েরা মাঠে নামলেও বল স্পর্শ করেননি।

এমনকি, কাশিমভের মতো পুরনো ফুটবলারেরা নতুনদের বোঝানোর চেষ্টা করছেন। তবে তেমন কোনও লাভ হয়নি। বিশেষ করে নতুন বিদেশি ফুটবলাররা নিজেদের অবস্থানে একেবারে অনড় রয়েছেন। আর এইসব কিছুর মাঝে এবার কোচের পদত্যাগ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ হাজার চাকরি গেল, কারা দায়ী! কি বলল সুপ্রিম কোর্ট? দেখুন | SSC Case | Bangla News | Bengal News
অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের সর্বনাশ! কান্নায় ভেঙে পড়লেন সকলে | SSC job cancellation news