গত ১৮ মাসে আল হিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার।
সৌদি প্রো লিগের দল আল হিলাল ব্রাজিলীয় সুপারস্টার নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে বলে খবর। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হলে নেইমার তাঁর পুরনো ক্লাব স্যান্টোসে ফিরে যাবেন বলে সূত্রের খবর।
গত ২০২৩ সালে, ২২০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই বছরের চুক্তিতে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু চোটের কারণে তিনি খুব কম ম্যাচই খেলতে পেরেছেন। গত ১৮ মাসে আল হিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। এই ম্যাচগুলিতে তিনি মাত্র একটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। চোট থেকে সেরে উঠতে সময় লাগবে বলে আল হিলাল কোচ জর্জ জেসুস সৌদি প্রো লিগের দল থেকে নেইমারকে বাদ দেন।
হাঁটুর লিগামেন্টে চোটের কারণে প্রথম মরশুমে বেশিরভাগ ম্যাচে খেলতে পারেননি নেইমার। গত অক্টোবর মাসে, মাঠে ফিরলেও পেশিতে আঘাত পেয়ে আবারও মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রস্তুতি নিচ্ছে আল হিলাল। চুক্তি বাতিলের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে। এদিকে চুক্তি বাতিল না হলে, ৬ মাসের জন্য নেইমারকে স্যান্টোসে লোনে দেওয়ার কথাও ভাবছে আল হিলাল।
আগামী ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। তার অংশ হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নেইমারকেও বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছিল সৌদি সরকার। নেইমার আল হিলাল ছাড়লে এই পদও হারাবেন। তবে লিভারপুলের মহম্মদ সালাহকে দলে নেওয়ার কথা ভাবছে আল হিলাল বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।