এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের শুরু থেকেই সবুজ-মেরুন ব্রিগেডের দাপট দেখা গেল। ইস্টবেঙ্গলের খেলায় বিশেষ ঝাঁঝ দেখা যাচ্ছে না।
শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বির শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের দাপট দেখা গেল। ৪১ মিনিটে মনবীর সিংয়ের পাস থেকে জেমি ম্যাকলারেনের গোলে ১-০ এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। ২০ মিনিটের মধ্যেই অন্তত দু'গোলে এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমে গোললাইন থেকে ম্যাকলারেনের শট কোনওরকমে সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। এরপর ১৯ মিনিটে অফসাইডের জন্য মনবীরের গোল বাতিল করলেন রেফারি। যদিও অফসাইড ছিল কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। টেলিভিশন রিপ্লেতে দেখে মনে হয়েছে, টমাস আলড্রেড অফসাইডে ছিলেন। তাঁর পিছনে ছিলেন মনবীর। ভারতীয় ফুটবলে যতদিন না ভিএআর চালু হবে, ততদিন এই ধরনের বিতর্ক চলতেই থাকবে। তবে গোল বাতিল হলেও, মোহনবাগান সুপার জায়ান্টের অব্যাহত ছিল। লিস্টন কোলাসো, গ্রেগ স্টেওয়ার্ট, মনবীররা একের পর এক আক্রমণে মহম্মদ রাকিপ, আনোয়ার আলি, প্রভাত লাকড়াদের বিব্রত করতে থাকেন।
ইস্টবেঙ্গলের সমস্যা অব্যাহত
চলতি মরসুমের শুরু থেকেই ইস্টবেঙ্গলের রক্ষণে সমস্যা দেখা যাচ্ছে। আইএসএল-এ পঞ্চম ম্যাচেও সেই সমস্যা মিটল না। মাদিহ তালাল, সৌভিক চক্রবর্তীরা পায়ে বেশিক্ষণ বল রেখে বিপক্ষের ফুটবলারদের সুবিধা করে দিচ্ছেন। একের পর এক মিসপাসও করছে ইস্টবেঙ্গল। শনিবারও প্রথমার্ধে সেই সমস্যা দেখা গেল। আক্রমণে একা হয়ে পড়ছেন ডেভিড লাললানসাঙ্গা। ক্লেইটন সিলভা অনেকটা নীচে নেমে খেলছেন। ফলে ইস্টবেঙ্গলের আক্রমণ দানা বাঁধছে না।
ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গল প্রথমার্ধে যেভাবে খেলেছে, তাতে ঘুরে দাঁড়ানো কঠিন। বরং মোহনবাগান সুপার জায়ান্টের গোল সংখ্যা বাড়তে পারে। ফিটনেসের সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, তেল খাওয়া মেশিনের মতো ছুটছেন সবুজ-মেরুন জার্সিধারীরা। এই গতির সঙ্গে পাল্লা দিতে দ্বিতীয়ার্ধে পি ভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামাতে পারেন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কলকাতা ডার্বি, কারা আছেন দুই দলের প্রথম একাদশে?
'মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে লড়াই করবে ইস্টবেঙ্গল,' আত্মবিশ্বাসী বিনো জর্জ
শনিবার কলকাতা ডার্বি শুরুর আগে মানববন্ধন, গ্যালারিতেও প্রতিবাদ, জোট বাঁধছেন সমর্থকরা