
আর মাত্র চারটি ম্যাচ বাকি আছে। তার মধ্যে মাত্র সাত পয়েন্ট পেলেই প্রথম দল হিসেবে পরপর দুবার লিগশিল্ড জেতার রেকর্ড গড়ে ফেলবে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু সাত নয়, সেই চারটি ম্যাচই জিতে ১২ পয়েন্ট ছিনিয়ে নিতে চাইছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস।
বুধবার যুবভারতীতে পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফে উঠেছে মোহনবাগান। আর এই জয়ের পরেই শুভাশিস আইএসএল মিডিয়া টিমকে জানিয়েছেন, “আমরা অঙ্কের হিসেব নিয়ে একদমই বেশি আগ্রহী নই। বাকি চারটে ম্যাচের প্রতিটিতে তিন পয়েন্ট করে পেতে চায় গোটা দল। পুরো ১২ পয়েন্ট নিয়েই লিগশিল্ড ছিনিয়ে আনতে চাই আমরা। যতক্ষণ না শিল্ড জেতা হচ্ছে, ততক্ষণ কিছু বলব না।”
তিনি আরও যোগ করেন, “প্রথমার্ধে খুব রক্ষণাত্মক ফুটবল খেলেছিল ওরা। পাঁচজন মিলে ডিফেন্ড করছিল। তাই আমাদের গোল পেতে কিছুটা সমস্যা হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রথম গোলটা পাওয়ার পরেই ম্যাচ পুরো ওপেন হয়ে যায়। স্ট্রাইকারদের কাজই হল গোল করা। আমি চাই ম্যাকলারেন আমার দ্বিগুণ গোল করুক এবং আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতার সম্মান পাক।”
শুভাশিসের কথায়, “দীপেন্দু এখন যথেষ্ট পরিণত হয়ে গেছে। ওর সেরাটা উজাড় করে দিচ্ছে মাঠে। প্রতি ম্যাচে উন্নতির চেষ্টা করে যাচ্ছে। পাঞ্জাবের বিরুদ্ধেও খুব ভালো খেলেছে। দলকে ক্লিনশিট বজায় রাখতে যেমন সাহায্য করেছে, ঠিক তেমনই অ্যাসিস্টও করে গেছে অনবরত। ওর দুর্দান্ত পারফরম্যান্সে আমি ভীষণ খুশি।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।