Romano Floriani Mussolini: বিশ্বের অন্যতম ফ্যাসিস্ট শাসক ছিলেন তিনি। কে না চেনে তাঁকে? ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি ফিরে এলেন ইতালিয়ান সিরি এ-র ক্লাব লাজিও-তে।
উল্লেখ্য, গত মরশুমে সিরি বি-র ক্লাব জুভে স্টাবিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। এবার তাঁকে নিজেদের দলে সই করাল রোমের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি। ২২ বছর বয়সী রাইট ব্যাক রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি গত ২০২২ সালেম প্রথমবারের জন্য লাজিও-তে যোগ দেন। তবে সেই মরশুমে কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি।
সেখানে তিনি মোট ৩২টি ম্যাচে মাঠে নামেন। তবে সেখানেই শেষ নয়। পরে আবার একটি লোন ট্রান্সফারে তিনি যোগ দেন জুভে স্টাবিয়ায়। সেখানে ৩৩টি ম্যাচ খেলেন তিনি। সবমিলিয়ে, গত মরশুমে মোট ৩৭টি ম্যাচ খেলে একটি গোল করেন রোমানো এবং চারটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। তবে জুভে স্টাবিয়া তাঁকে পাকাপাকিভাবে ট্রান্সফারে কিনতে চাইলেও, লাজিও রাজি হয়নি। তাই তারা তাঁকে ফের নিজেদের দলে নিয়ে আসে।
সবথেকে বড় বিষয়, রোমানোর মা আলেসান্দ্রা মুসোলিনি অবশ্য ইতালির রাজনীতিতে খুবই পরিচিত মুখ। তিনি সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়া (Forza Italia) রাজনৈতিক দলটির প্রাক্তন ইউরোপীয় সংসদ সদস্যও ছিলেন।
পরিসংখ্যান বলছে, লাজিও-র সমর্থকদের সঙ্গে ডানপন্থী রাজনীতির সম্পর্ক অনেক পুরনো বিষয়। এমনকি, সেই ১৯৭০ সাল থেকে ‘ইর্রিদুচিবিলি’ নামে পরিচিত লাজিও-র সেই আল্ট্রাস সমর্থকদের মধ্যে চরম দক্ষিণপন্থী মনোভাব দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, রোমানো মুসোলিনির ফের একবার লাজিও ফুটবল দলে ফেরা নিঃসন্দেহে ফুটবল এবং রাজনীতির মধ্যে গভীর সংযোগকে আরও একবার উস্কে দিল। কারণ, গত মরশুমে সিরি বি-র ক্লাব জুভে স্টাবিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। কিন্তু এবার তাঁকে নিজেদের দলে সই করাল রোমের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব লাজিও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।