২০২৯ সাল পর্যন্ত লম্বা চুক্তি, ভিশাল কেইথ বললেন, 'সারাজীবন মোহনবাগানের হয়েই খেলতে চাই'

Published : Sep 08, 2024, 05:07 PM IST
Vishal Kaith

সংক্ষিপ্ত

ভিশাল (Vishal Kaith) থাকছেন মোহনবাগানেই (Mohun Bagan)। ডুরান্ড কাপে তাঁর দুরন্ত পারফরম্যান্সে সবাই রীতিমতো মুগ্ধ।

ভিশাল (Vishal Kaith) থাকছেন মোহনবাগানেই (Mohun Bagan)। ডুরান্ড কাপে তাঁর দুরন্ত পারফরম্যান্সে সবাই রীতিমতো মুগ্ধ।

তিন কাঠির নিচে সবুজ মেরুনের অন্যতম একজন নির্ভরযোগ্য প্রহরী হলেন তিনি। আর এবার সামনে রয়েছে আইএসএল (ISL)। এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ (ACL-2) খেলবে সবুজ মেরুন ব্রিগেড। বলা চলে, লম্বা এক মরশুম।

তাই এবার ভিশালের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। দেশের অন্যতম সেরা এই গোলরক্ষকের সঙ্গে আগামী ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবীকরণ করল সবুজ মেরুন শিবির। এই প্রসঙ্গে ভিশাল বললেন, “সারাজীবন মোহনবাগানের হয়েই খেলতে চাই।”

উল্লেখ্য, গত ২০২২ সালে চেন্নাইয়ান এফসি থেকে মোহনবাগানে সই করেছিলেন তিনি। তারপর থেকেই সবুজ মেরুন জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ গোলকিপার। মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও পড়ুনঃ 

চোট কাটিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন, স্বস্তি সবুজ মেরুনের

গত ২০২৩ সালের ডুরান্ড কাপে জেতেন ‘গোল্ডেন গ্লাভস’। তার আগে ২০২২-২৩ মরশুমে আইএসএল-এর সেরা গোলকিপারের শিরোপা উঠেছিল তাঁর হাতে। আর এবার ডুরান্ড কাপ প্রতিযোগিতায় কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। পরপর ২টি ম্যাচে টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন ভিশাল কেইথ। আর এবার তাঁর সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি সেরে নিল মোহনবাগান।

ভিশালের কথায় “সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামি যে, বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেইজন্যই এই লম্বা চুক্তিতে সই করলাম।”

তিনি জানিয়েছেন, “এবারও আইএসএল এবং সুপার কাপ জেতার মতো দল রয়েছে আমাদের। গতবারের চেয়ে এবার অনেক বেশি শক্তিশালী আমরা। এসিএল-টুতে খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবগুলির সঙ্গে। সেখানে গোল বাঁচানোও আমার কাছে বড় চ্যালেঞ্জ।”

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?