ইন্টারকন্টিনেন্টাল কাপে এবার সামনে সিরিয়া, কতটা প্রস্তুত ভারতীয় ফুটবল দল? বিশদে জানুন

সিরিয়ার (Syria) বিরুদ্ধে নামার আগে তৈরি হচ্ছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। কারণ, গত ম্যাচে ফিফা (FIFA) ক্রমতালিকায় অনেকটাই নীচে থাকা মরিশাসের বিরুদ্ধে গোল করতে পারেনি মেন ইন-ব্লু।

সিরিয়ার (Syria) বিরুদ্ধে নামার আগে তৈরি হচ্ছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। কারণ, গত ম্যাচে ফিফা (FIFA) ক্রমতালিকায় অনেকটাই নীচে থাকা মরিশাসের বিরুদ্ধে গোল করতে পারেনি মেন ইন-ব্লু।

আর এবার ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup) ভারতের সামনে সিরিয়া। যারা ধারে এবং ভারে ভারতের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী। তাই সোমবারের ম্যাচ নিয়ে ২ দিন আগে থেকেই চিন্তা শুরু করে দিয়েছেন জাতীয় দলের কোচ মানোলো মারকুয়েজ (Manolo Marquez)।

Latest Videos

প্রসঙ্গত, সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে জিততেই হবে ভারতকে। হার কিংবা ড্র করা মানেই চলতি প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে তারা। তাই দলের হেডকোচ বলছেন, “আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে কখনও ভালো দল কিংবা কখনও খারাপ দলের বিরুদ্ধে খেলতে হবে। সেইজন্যই নির্দিষ্ট কৌশলের উপর বেশি জোর দিচ্ছি আমরা। এর ফলে দ্রুত যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে দল।”

মানোলো মারকুয়েজের কথায়, “আমি ভারতে কোচিং করাতে পেরে সত্যিই ভীষণ খুশি। প্রথমে হায়দ্রাবাদ এফসি, তারপর এফসি গোয়া এবং এখন ভারতের জাতীয় দল। গর্বিত বোধ করছি। এই আনন্দ ভাষায় বোঝানো বেশ কঠিন।”

তাঁর মতে, “সিরিয়া নিঃসন্দেহে অনেক শক্তিশালী দল। ওদের দলের এমন ১০ জন ফুটবলার রয়েছে, যাদের ইউরোপে এবং দক্ষিণ আমেরিকায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তার মানে এটা নয় যে, আমরা হাল ছেড়ে দিয়েছি। পরিস্থিতি বুঝে আমাদের পরিকল্পনা সাজাতে হবে। তবে এটা ঠিক যে, যত আমরা কঠিন ম্যাচ খেলব, তত ছেলেদের অভিজ্ঞতা বাড়বে। যা আগামীতে দলের জন্য ভীষণ ভালো হবে।”

সোমবার, অর্থাৎ ৯ সেপ্টেম্বর সিরিয়ার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে খেলতে নামবে ভারত।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামাথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র