
Mohun Bagan: ফুটবলারদের জীবন এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (afc champions league 2) ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। এবার সেই কথা বিবৃতি দিয়ে জানাল সবুজ মেরুন কর্তৃপক্ষ (mohun bagan not going to iran)।
প্রসঙ্গত, ইরানের ফুটবল ক্লাব সেপাহান এসসি-র বিরুদ্ধে সেই দেশের মাটিতে খেলতেই যায়নি মোহনবাগান। এই বিষয়ে এএফসি তাদের নিয়ে সিদ্ধান্তও নিয়েছে। যেহেতু মোহনবাগান এএফসি-র ম্যাচ খেলতে যায়নি, সেইজন্য সবুজ মেরুন সমর্থকরাও কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।
এবার সেই প্রসঙ্গেই মুখ খুলল ক্লাব। সবুজ মেরুনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “খেলার আগেও গুরুত্বপূর্ণ হল ফুটবলারদের জীবন।" সমর্থকদের বলা হয়েছে, আবেগের বশে কোনওরকম সমালোচনা না করে, যুক্তি দিয়ে ভেবে দেখুন।
রবিবার সকালে মোহনবাগান ক্লাব সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্তের তরফ থেকে যৌথ একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে লেখা রয়েছে, “আমরা তো গত বছরও ঠিক একই কারণে খেলতে যাইনি ইরানে। কারণ, ওখানে যে একটা সমস্যা রয়েছে, সেটা সবাই জানেন। সেই দেশে ফুটবলাররা যদি নিরাপত্তার অভাব বোধ করে থাকেন, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছুই করতে পারে না। তাছাড়া খেলার আগেও গুরুত্বপূর্ণ হল ফুটবলারদের জীবন।"
উক্ত বিবৃতিতে আরও বলা হয়েছে, “এক্ষেত্রে আমরা ইরানে যাওয়ার সিদ্ধান্ত পুরোটাই ফুটবলারদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। এএফসি-তে খেলতে না যাওয়ার জন্য আপনাদের মতো আমরাও খুবই মর্মাহত। কারণ, সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেক বছর ৭০-৮০ কোটি টাকার দল তৈরি করেন। তার কারণ, যাতে সর্বোচ্চ স্তরের ফুটবলে ভালো ফল করা যায়। সেটা নিশ্চয়ই দ্বিতীয় সারির কোনও প্রতিযোগিতায় জেতার জন্য নয়। তাহলে এত খরচ করে দল গঠন করার পর, কোনও সমস্যা না থাকলে ইরানে কেন খেলতে যাওয়া হবে না?"
“মোহনবাগান কোথাও না খেললে অবশ্যই মর্মাহত হবেন এবং প্রতিবাদ করবেন। কিন্তু শুধুই আবেগের বশে সমালোচনা না করে একটু যুক্তি দিয়েও ভাবুন।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।