'সূচি তৈরির সময় সবদিক বিবেচনা করা উচিৎ' পরপর ম্যাচ নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান কোচ মোলিনা

সূচি নিয়ে বেজায় ক্ষুব্ধ মোহনবাগান (Mohun Bagan) কোচ।

সূচি নিয়ে বেজায় ক্ষুব্ধ মোহনবাগান (Mohun Bagan) কোচ।

আইএসএল-এর (ISL) লড়াইতে শনিবার, বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ম্যাচ নিয়েই আপাতত ভাবছেন হেড স্যার জোসে মোলিনা (Jose Molina)। সেইসঙ্গে, পরের দুটি ম্যাচ নিয়েও মাথায় তাঁর চিন্তা ঘুরপাক খাচ্ছে। আসলে আগামী ২ অক্টোবর, ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে এসিএল ২-এর (ACL 2) ম্যাচ রয়েছে মোহনবাগানের।

Latest Videos

তারপর আবার ৫ অক্টোবর, আইএসএলে মহামডানের বিরুদ্ধে নামবে বাগান শিবির। তাই এভাবে পরপর ম্যাচ খেলা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন সবুজ মেরুনের স্প্যানিশ হেড স্যার।

শুক্রবার, সকালে ঘরের মাঠে অনুশীলন করে বেঙ্গালুরু রওনা হয়েছে মোহনবাগান। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলে সেখান থেকেই তাবরিজের উদ্দেশ্যে রওনা দেবে গোটা দল। প্রতিপক্ষ ট্র্যাক্টর এফসি। আগামী ২ অক্টোবর, ম্যাচ খেলে কলকাতায় মোহনবাগান ফিরবে আগামী ৪ অক্টোবর।

ঠিক তারপরের দিনই রয়েছে মহামেডান ম্যাচ। ফলে, দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি ঠিকমতো কাটানোর আগেই ডার্বিতে নামতে হবে মোহনবাগানকে। বলা যেতে পারে, বিনা অনুশীলনেই। স্বভাবতই, বিষয়টি নিয়ে বেশ বিরক্ত কোচ মোলিনা।

বৃহস্পতিবার, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ২ অক্টোবর ইরানের মাটিতে ম্যাচ খেলে ৪ অক্টোবর দেশে ফিরব। পরের দিনই আবার ম্যাচ। দএল্র জন্য এই সূচি একেবারেই খুশি হওয়ার মতো নয়। ম্যাচের আগে অন্তত একটা দিন তো প্রয়োজন হয় অনুশীলনের জন্য! সূচি তৈরির সময় এএফসি প্রতিযোগিতার কথা মাথায় রাখা উচিৎ।”

তবে মোহনবাগান আদৌ পূর্ণ শক্তির দল নিয়ে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলছে। তারা ইরান যেতে ইচ্ছুক কি না, তার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, বেঙ্গালুরু ম্যাচের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News