Mohun Bagan News: মোহনবাগানের উপর থেকে উঠে গেল ফিফার ট্রান্সফার ব্যান। ফিফার ট্রান্সফার উইন্ডো খুলতেই সুখবর চলে এল সবুজ মেরুন জনতার জন্য।আর তার ফলে, নয়া মরশুমের জন্য জাতীয় স্তরের ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে আর কোনও বাধাই রইল না সবুজ মেরুন ব্রিগেডের জন্য (mohun bagan transfer ban)।
আসলে অস্ট্রেলিয়ান এ-লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে যখন জেসন কামিংসকে সই করায় মোহনবাগান, তখন কিছু পদ্ধতিগত ত্রুটি থেকে গেছিল। সেইজন্যই মোহনবাগানের উপর একটি নিষেধাজ্ঞা জারি করে ফিফা। গত ৫ মে, সেই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে বিষয়টি খুব গুরুতর না হওয়ার ফলে, মাত্র দেড় মাসের মধ্যেই সেই নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। সূত্রের খবর, নিষেধাজ্ঞা আরোপের পরই সেটা প্রত্যাহার করতে সচেষ্ট হয় ক্লাব।
গত ২০২৩ সালে, এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করিয়েছিল মোহনবাগান। জানা গেছে, সেই সময় ট্রান্সফার ফি-র পুরো টাকাটাই শোধ করেছিল তারা। কিন্তু প্রশিক্ষণ সংক্রান্ত একটা অংশের টাকা মেটানো নিয়ে সমস্যা থেকে গেছিল। যেটা আসলে পুরনো ক্লাবের প্রাপ্য ছিল, অর্থাৎ সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের। তবে মোহনবাগান থেকে একাধিকবার সেই টাকা শোধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে পুরো প্রক্রিয়াটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি বলে জানা গেছে।
ঠিক সেই কারণেই, মোহনবাগানের উপর নিষেধাজ্ঞা জারি করে ফিফা। আর এবার সেই নিষেধাজ্ঞা উঠে গেল। উল্লেখ্য, গত ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলে গেছে। ইতিমধ্যেই একাধিক ক্লাব দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। অনেক ফুটবলারের সঙ্গে চুক্তিও চূড়ান্ত হতে শুরু করেছে। তবে মোহনবাগান সম্ভবত এই ট্রান্সফার ব্যানের জন্যই এতদিন কাজ এগোতে পারছিল না। কিন্তু এবার দল গোছানোর কাজটা শুরু করে দেবে তারাও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।