Ronaldo Donald Trump: 'আমি শান্তির জন্য ফুটবল খেলি' ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিয়ে বিশেষ বার্তা রোনাল্ডোর

Published : Jun 17, 2025, 10:27 PM ISTUpdated : Jun 17, 2025, 10:51 PM IST
Ronaldo Donald Trump

সংক্ষিপ্ত

Ronaldo Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ জার্সি উপহার দিলেন বিশ্বের অন্যতম ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  

Ronaldo Donald Trump: উপহার এবং বিশেষ বার্তা, একসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ জার্সি উপহার দিলেন বিশ্বের অন্যতম ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর গোটা বিশ্বে যুদ্ধের পরিবেশ। কয়েকদিন আগে ইজরায়েল প্যালেস্টাইনকে আক্রমণ করছিল। আর এখন ইরানের সঙ্গে কার্যত, যুদ্ধে মুখোমুখি। 

এমতাবস্থায় ‘সিআর৭’ সেই জার্সি উপহার দিয়ে ট্রাম্পকে বললেন তিনি শান্তির জন্য ফুটবল খেলেন। এই মুহূর্তে ইজরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। আর তার মধ্যেই এবার জি-৭ বৈঠক উপলক্ষ্যে বর্তমানে কানাডায় রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই রীতিমতো দারুণ একটি উপহার পেলেন তিনি। যে উপহারটি তাঁকে পাঠিয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজে।

জি-৭ সম্মেলনে ট্রাম্প উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে। সেখানেই রোনাল্ডোর সই করা পর্তুগালের একটি জার্সি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। সেইসঙ্গে, তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তাও রয়েছে।

 

 

ঠিক কী বার্তা দিলেন ‘সিআর৭’? 

সেই জার্সিতে লেখা রয়েছে, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি, শান্তির জন্য খেলছি।" ঠিক তার নীচে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি স্বাক্ষর। রোনাল্ডোর জার্সি নিয়ে ট্রাম্পের সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এমনকি, কোস্তা নিজেও পরে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে লিখেছেন, “আমরা একই দলের হয়ে লড়ছি”।

প্রসঙ্গত, ৪০ বছর বয়সী রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলেন। সম্প্রতি পর্তুগালের হয়ে নেশনস লিগের খেতাবও জিতেছেন। শোনা যাচ্ছিল, আল নাসের ছেড়ে অন্য ক্লাবে যেতে পারেন ‘সিআর৭’। তবে নেশনস লিগ জেতার পর, সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন রোনাল্ডো নিজেই। 

অপরদিকে, জি-৭ বৈঠককে কেন্দ্র করে বর্তমানে কানাডায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও জানা গেছে, বড়সড় কিছু ঘটার আশঙ্কায় মাঝপথেই সেই বৈঠক ছেড়ে ফিরে আসছেন তিনি। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতেী ওয়াশিংটনে ফিরে আসছেন ট্রাম্প।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?