'কলকাতা লিগ এখন একটা হাস্যকর জায়গায় চলে গেছে' বিস্ফোরক মোহনবাগানের দেবাশিস

কার্যত, বিস্ফোরক মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। 

বিতর্কের সূত্রপাত সেই কিশোর ভারতী থেকে। কারণ, গত ১৫ ফেব্রুয়ারি কলকাতা লিগের (Calcutta Football League) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা ছিল ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসির।কিন্তু সেই ম্যাচই কার্যত ভেস্তে যায়। কারণ, মাঠে এসে সেদিন উপস্থিতই হয়নি ডায়মন্ডহারবার। তারপর অনেকদিন কেটে গেছে এবং জলও অনেকদূর গড়িয়ে গেছে। আর তারই মাঝে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত।

এই ঘটনায় হস্তক্ষেপ করে আদালতও। কারণ, ডায়মন্ডহারবারের পক্ষ থেকে আলিপুর আদালতে জানানো হয় যে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য তাদের প্রস্তুতির কোনওরকম সময়ই দেওয়া হয়নি। তারপর ডায়মন্ডহারবারের আবেদন খতিয়ে দেখার পর, আদালত লিগের ফলাফল ঘোষণার ক্ষেত্রে পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দিয়ে দেয়।

Latest Videos

এমনকি, সেই নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ মার্চের আগে কোনওভাবেই কলকাতা লিগের ফলাফল ঘোষণা করতে পারবে না আইএফএ (IFA)। আর এবার সেই আবহেই ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন মোহনবাগান (Mohun Bagan) কর্তা দেবাশিস দত্ত।

তিনি বলেছেন, “আবার আমাকে সেই একই কথা বলতে হবে। যেদিন সন্তোষ ট্রফি বিজয়ী দলকে এখানে সংবর্ধনা দেওয়া হয়, মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস সেদিন বলেছিলেন, মোহনবাগানের উচিত কলকাতা লিগটাকে গুরুত্ব দেওয়া। তা আমি এবার অরুপদাকে একটা প্রশ্ন করতে চাই, এরপরেও কি আপনি বলবেন কলকাতা লিগকে গুরুত্ব দিতে হবে?”

দেবাশিসবাবুর কথায়, “একটা লিগ সেই ২০২৪ সালে শুরু হয়েছে, এখন ২০২৫ সালের মাঝামাঝি হয়ে গেল। আদৌ কোনওদিন শেষ হবে কিনা, কেউ জানে না। এই লিগের আর তো কোনও গুরুত্বই রইল না। এটা এখন একটা হাস্যকর জায়গায় চলে গেছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari