Mohun Bagan: আহত সমর্থকদের গোলাপ দিয়ে কুর্নিশ মোহনবাগানের! মোলিনা বললেন, 'ওনাদের জন্যই জিততে নামব'

Published : Apr 07, 2025, 01:14 PM ISTUpdated : Apr 07, 2025, 04:20 PM IST
MOHUN BAGAN

সংক্ষিপ্ত

Mohun Bagan: ফুটবল মাঠই ওদের ধ্যানজ্ঞান। মনেপ্রাণে ভালোবাসেন মোহনবাগানকে। আর সেই সম্মান তাদের ফিরিয়ে দিল ক্লাবও। সঙ্গে দলের কোচ বললেন অনেক কথাই।

Mohun Bagan: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার, আইএসএল-এর (ISL 2024-25) হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (Mohun Bagan vs Jamshedpur FC)। এটি হল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগ। উল্লেখ্য, প্রথম লেগের ম্যাচে জামশদপুরের ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয় মোহনবাগান। আর সেই ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন জেসন কামিংস (ISL 2024-25 live)।

কিন্তু গত ম্যাচে মোহনবাগান সমর্থকদের উপর আক্রমণকে একেবারেই ভালোভাবে নেয়নি ক্লাব। সেদিন সাউথ ওয়েস্ট অ্যাওয়ে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের নিয়ে আসা সবুজ মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে জামশেদপুর এফসির একদল সমর্থকদের বিরুদ্ধে। আর এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেই ঘটনায় আহত হন মোট পাঁচজন মোহনবাগান সমর্থক। এই ঘটনার প্রতিবাদও করে ক্লাব। ফলে, সেই ঘটনাও ম্যাচের উত্তাপ অনেকটা বাড়িয়ে দিয়েছে (Mohun Bagan vs Jamshedpur FC ISL)।

আর তারপরই দ্বিতীয় লেগের ম্যাচে নামার আগে দেখা গেল এক অভিনব দৃশ্য। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়স এই মোহনবাগান সমর্থকদের। তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন মোহনবাগান কোচ জোসে মোলিনা এবং জেমি ম্যাকলারেন। শুধু তাই নয় তাদের হাতে সোমবারের ম্যাচের ভিআইপি টিকিটও তুলে দেওয়া হয় (ISL 2024-25 Semifinal Update)।

আসলে সবুজ মেরুন মানেই একটা আবেগ। আর এই সমর্থকরাই তো ক্লাবের ঐতিহ্যবাহী এই ক্লাবের সম্পদ। তাই তাদের আবেগকে কুর্নিশ জানিয়েই এই অভিনব উদ্যোগ নিল টিম ম্যানেজমেন্ট। যারা রোজ মাঠে গিয়ে দলকে পাগলের মতো সমর্থন করে, সবুজ মেরুন পতাকাকে আগলে বেঁচে থাকে, তাদের অন্যই এই সম্মান। নিঃসন্দেহে কলকাতা ময়দানে আবারও ঐতিহাসিক নজির তৈরি করল মোহনবাগান (Mohun Bagan)।

অন্যদিকে, জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুর মোলিনার গলাতেও। তাঁর কথায়, “সমর্থকরা অনেক কষ্ট করে আমাদের খেলা দেখতে আসেন। তাই ওনাদের এই জয়টা প্রাপ্য। ওনারাই আমাদের আত্মবিশ্বাসী করে তোলেন। ম্যাচ জেতার জন্য অনেক বেশি পরিশ্রম করার অনুপ্রেরণা জোগান। প্রতিনিয়ত গোলের চেষ্টা করে যেতে হবে আমাদের। সেকেন্ড লেগের ম্যাচে আরও ভালো খেলবে দল। আর সেই কাজটা একেবারেই কঠিন নয় ছেলেদের জন্য। ফাইনালে ওঠার বিষয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?