এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক মোহনবাগান (Mohun Bagan) কোচ জোসে মোলিনা (Jose Molina)।
এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক মোহনবাগান (Mohun Bagan) কোচ জোসে মোলিনা (Jose Molina)।
মহামেডানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে তাঁর দল। বিশেষ করে বেঙ্গালুরু এফসির কাছে হারের পর সাদাকালো ব্রিগেডের জালে ৩ গোল দিয়ে জয়। স্বভাবতই খুশি বাগান কোচ। তিনি বলছেন, “পুরো দলই ভালো খেলেছে। যদিও মহমেডান আমাদের বেশ খানিকটা চাপে ফেলার চেষ্টা করেছিল। তবে রক্ষণভাগ থেকে দ্রুত বল কেড়ে নিয়েছে আমাদের ছেলেরা। সেইসঙ্গে, বল নিজেদের দখলে বল রেখে দ্রুত আক্রমণেও উঠেছি আমরা। তাই তিন গোল করতে পেরেছি। শুধু তাই নয়, আরও গোল করতে পারতাম আমরা।”
তাঁর মতে, “সুযোগ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমরা করতে পারছি। এটা একটা ভালো দিক। তবে শুধু সেটা করলেই তো হবে না। গোল করতে হবে দলকে। তাই যতটা পারব ততটাই উন্নতি করার চেষ্টা করব। যাতে দলকে আরও উন্নত করে তোলা যায়।”
আর এই জায়গায় দাঁড়িয়েই, লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে অনেকটা আত্মবিশ্বাসী তিনি। যদিও ম্যাচ ধরে যে এগোতে চান, সেটা আগেই জানিয়েছিলেন সবুজ মেরুন হেড স্যার।
এদিকে গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন, “আলবার্তো ফিরে আসায় রক্ষণ আমাদের বেশ মজবুত হয়েছে। পরের ম্যাচগুলোতেও একইরকম মানসিকতা নিয়ে খেলতে পারব আমরা।”
অন্যদিকে, জেমি ম্যাকলারেনের গোল পাওয়াটাও বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। তাঁর কথায়, “যদি গোল না খাওয়া যায়, তাহলে ম্যাচ জয়ের সম্ভবনা বেড়ে যায় অনেকটাই। এই পারফরম্যান্সই আমাদের বজায় রাখতে হবে। রক্ষণভাগ জমাট আর ভালো হলে আক্রমণভাগও অনেকটা শক্তিশালী হয়ে যায়। তাই পুরো মরশুমই এইভাবে খেলতে হবে আমাদের।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।