কলকাতা উপভোগ করছেন, স্ত্রীর সঙ্গে ইকো পার্কে মোহনবাগান তারকা জেসন কামিংস

অস্ট্রেলিয়ার হয়ে কাতার বিশ্বকাপে খেলা জেসন কামিংস এবার যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টে। কলকাতায় পৌঁছে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন এই স্ট্রাইকার। তবে তিনি এখনও ম্যাচ খেলেননি। এই বিশ্বকাপারের খেলা দেখার অপেক্ষায় সবুজ-মেরুন জনতা।

Soumya Gangully | Published : Aug 5, 2023 1:20 PM IST
110
স্ত্রীর সঙ্গে কলকাতার বিভিন্ন দ্রস্টব্য স্থান ভ্রমণ করছেন জেসন কামিংস

শনিবার বিকেলে স্ত্রীর সঙ্গে নিউ টাউনের ইকো পার্কে বেড়াতে গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা স্ট্রাইকার জেসন কামিংস। তাঁরা ঘুরে দেখলেন এই পার্ক।

210
ইকো পার্কে নকল সপ্তম আশ্চর্য ঘুরে দেখলেন জেসন কামিংস ও তাঁর স্ত্রী

ইকো পার্কে বিশ্বের সপ্তম আশ্চর্যের ক্ষুদ্র সংস্করণ রয়েছে। সেগুলি ঘুরে দেখেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা জেসন কামিংস ও তাঁর স্ত্রী।

310
ইকো পার্কে নকল তাজমহলের সামনে দাঁড়িয়েও ছবি তুললেন সবুজ-মেরুন তারকা জেসন কামিংস

ইকো পার্কে বিশ্বের সপ্তম আশ্চর্যের নকলের মধ্যে আছে আগ্রার বিখ্যাত তাজমহলও। সেখানে ছবি তুললেন জেসন কামিংস।

410
অল্প কয়েকদিন হল কলকাতায় এসেছেন, এই শহরের সঙ্গে মানিয়ে নিচ্ছেন জেসন কামিংস

সবে গত মাসে কলকাতায় এসেছেন জেসন কামিংস। এই শহরের সবকিছু এখনও দেখা হয়নি। তবে কলকাতার আবেগ তাঁকে ছুঁয়ে গিয়েছে।

510
ক্রাইস্ট দ্য রিডিমারের আশীর্বাদ নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল করতে চান জেসন কামিংস

মোহনবাগান সুপার জায়ান্টকে পরপর ২ বার আইএসএল চ্যাম্পিয়ন করাই জেসন কামিংসের লক্ষ্য। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাতে চান কামিংস।

610
মরসুম সবে শুরু হয়েছে, এখনও অনেক পথ চলা বাকি জেসন কামিংস ও মোহনবাগান সুপার জায়ান্টের

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে এখনও ম্যাচ খেলেননি জেসন কামিংস। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হয়তো প্রথম ম্যাচ খেলবেন এই বিশ্বকাপার।

710
মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য তৈরি হচ্ছেন জেসন কামিংস

জেসন কামিংস বলেছেন, 'ভারতের অন্যতম প্রাচীন ক্লাব মোহনবাগান। এই ক্লাবের সমর্থকরা আবেগপ্রবণ। আমি এবার এই ক্লাবের অংশ।'

810
এ লিগের চ্যাম্পিয়ন ক্লাব থেকে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানে যোগ দিয়ে খুশি জেসন কামিংস

জেসন কামিংস বলেছেন, 'মোহনবাগানে সই করা আমার জীবনের নতুন অধ্যায়, নতুন রোমাঞ্চকর অনুভূতি। মোহনবাগানে সই করার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। কারণ, ভারতের অন্যতম সফল ক্লাব মোহনবাগান।'

910
কলকাতা ডার্বিতে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে জেতাতে চান জেসন কামিংস

ডার্বিতে গোলের জন্য সমর্থকদের আবদার প্রসঙ্গে জেসন কামিংস বলেছেন, 'ডার্বি হোক বা অন্য কোনও ম্যাচ, গোল করাই আমার লক্ষ্য। সমর্থকরা চাইছেন আমি ডার্বিতে গোল করি। আমিও ডার্বিতে গোল করে দলকে জেতাতে চাই।'

1010
কাতার বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেকে কাছ থেকে দেখেছেন জেসন কামিংস

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার সুযোগ না পেলেও, লিওনেল মেসির সঙ্গে দেখা হয়েছে জেসন কামিংস। তিনি কাছ থেকে কিলিয়ান এমবাপেকেও দেখেছেন। আইএসএল-এ সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন কামিংস।

Share this Photo Gallery
click me!

Latest Videos