মাটিতে পা তাই পড়ল ম্যাকলারেনের। কলকাতায় চলে এলেন মোহনবাগানের (Mohun Bagan) নতুন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)।
মাটিতে পা তাই পড়ল ম্যাকলারেনের। কলকাতায় চলে এলেন মোহনবাগানের (Mohun Bagan) নতুন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)।
রবিবার রাতেই ফুটবলের মক্কা কলকাতায় পা রাখলেন তিনি। তাঁর আসার খবর ছিল অনেক আগে থেকেই। তাই কলকাতা বিমানবন্দরের বাইরে ভিড় জমান বহু সবুজ মেরুন সমর্থক। হাতে ফ্ল্যাগ এবং প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করেন তারা।
এমনকি, গানও ধরেন অনেকে। কারও কারও গলায় আবার ছিল সবুজ মেরুন স্কার্ফ। প্রবল উৎসাহী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দলের নতুন বিদেশি ফুটবলারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারাও। কিন্তু সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাস যেন সবকিছুকেই ছাপিয়ে গেল।
প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড।
আর এবারও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাই শুরু থেকেই সতর্ক টিম ম্যানেজমেন্ট। অনেকদিন থেকেই তাদের নজরে ছিলেন ৩০ বছর বয়সী এই অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ডটি। কথাবার্তা চলছিল জোরকদমে। শেষপর্যন্ত, তাঁকে সই করিয়েই ছাড়ে মোহনবাগান (Mohun Bagan Club)। মোট চার বছরের চুক্তিতে সবুজ মেরুনে সই করেছেন জেমি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার (Australia) বিখ্যাত ফুটবল প্রতিযোগিতা ‘এ-লিগ’-এ (A-League) দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান লিগে পাঁচবার ‘গোল্ডেন বুট’ (Golden Boot) জিতেছেন তিনি।
সবমিলিয়ে, জেমির কলকাতায় আগমন যেন এক নতুন সূচনা মোহনবাগানের (Mohun Bagan Club) জন্য। আর সোমবার, অর্থাৎ ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন অনুশীলনে যোগ দেওয়ার কথাও রয়েছে তাঁর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।