শনিবার শুরু হচ্ছে ডুরান্ড কাপ। কিন্তু এখনও কলকাতায় এসে পৌঁছননি মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হোসে মলিনা। তিনি রবিবার কলকাতায় আসছেন।
এবারের ডুরান্ড কাপকে কি গুরুত্ব দিচ্ছে না গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট? টিম ম্যানেজমেন্টের মনোভাব তেমনই বলছে। শনিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কাশ্মীরের ডাউনটাউন এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু সেই ম্যাচের আগে কলকাতায় এসে পৌঁছবেন না মোহনবাগান সুপার জায়ান্টের নতুন প্রধান কোচ হোসে মলিনা। তিনি রবিবার কলকাতায় আসছেন। সোমবার অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। সেই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই খেলতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সব বিদেশি ফুটবলার এখনও কলকাতায় এসে পৌঁছননি। ফলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা কাদের নিয়ে খেলবে সেটা এখনও স্পষ্ট নয়। কলকাতা লিগে রিজার্ভ দল খেলছে। তরুণ ফুটবলাররা নজর কাড়তে পারেননি। ফলে ডুরান্ড কাপে সিনিয়র ও বিদেশি ফুটবলারদের ছাড়া খেলতে নামলে বিপদে পড়তে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
মলিনার সহকারী চূড়ান্ত
নতুন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ হিসেবে থাকছেন বাস্তব রায়। এছাড়া গোলকিপার কোচ হিসেবে থাকছেন ফ্রান্সিসকো নিয়ন। ফিটনেস কোচ সার্জিও গার্সিয়া টোরিবায়ো। সহকারী কোচ হিসেবে থাকছেন ইগর তাসেভাস্কি। দীর্ঘদিন ধরে সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত বাস্তব। তিনি এর আগেও মলিনার সহকারী হিসেবে ছিলেন। এই কারণেই ফের বাস্তবকে বেছে নিলেন মলিনা।
আইএসএল-এ ফের সাফল্যের লক্ষ্যে সবুজ-মেরুন
গত মরসুমে আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। গত মরসুমের চেয়েও শক্তিশালী দল গড়া হয়েছে। মলিনা কলকাতায় পৌঁছনোর পর প্রস্তুতি শুরু করে দেবেন। ডুরান্ড কাপের কলকাতা ডার্বি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই সবুজ-মেরুন শিবিরের প্রাথমিক লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
যুবভারতী, কিশোর ভারতীতে ডুরান্ড কাপের ম্যাচের টিকিট বণ্টন কীভাবে? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী
Antonio López Habas: মোহনবাগান অতীত, ইন্টার কাশীর দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হাবাসের
East Bengal: প্রস্তুতি ম্যাচে হার, হিজাজি-নন্দকুমারের চোট, ডুরান্ড কাপের আগে সমস্যায় ইস্টবেঙ্গল