তাদের আক্রমণে বিপক্ষ দল হবে ছারখার, মোহনবাগানের নজরে এবার এই দুই ফরোয়ার্ড?

দলবদলের বাজারে ফের সম্ভবত চমক দিতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। ভারতের দুই তরুণ ফরোয়ার্ডের দিকে এবার নজর বাগান কর্তাদের। শোনা যাচ্ছে, রহিম আলি (Rahim Ali) এবং ঈশান পন্ডিতা (Ishan Pandita) আসতে পারেন সবুজ মেরুনে।

দলবদলের বাজারে ফের সম্ভবত চমক দিতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। ভারতের দুই তরুণ ফরোয়ার্ডের দিকে এবার নজর বাগান কর্তাদের। শোনা যাচ্ছে, রহিম আলি (Rahim Ali) এবং ঈশান পন্ডিতা (Ishan Pandita) আসতে পারেন সবুজ মেরুনে।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে তারা।

Latest Videos

আর আগামী মরশুমেও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan)। স্বভাবতই, শক্তিশালী দলগঠনের দিকে নজর দিয়েছেন সবুজ মেরুন কর্তারা। ইতিমধ্যেই, পাঁচ বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি থেকে আপুইয়াকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।

শুধু তাই নয়, স্প্যানিশ (Spanish) সেন্টার-ব্যাক (Centre-Back) আলবার্তো রডরিগেজ মার্টিন (Alberto Rodriguez) এবং স্কটিশ (Scotish) সেন্ট্রাল ডিফেন্ডার (Central Defender) টম অ্যালড্রেডকেও (Tom Aldred) দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team Management)।

আর এবার তাদের নজর দুই তরুণ ভারতীয় ফরোয়ার্ডের দিকে। সূত্রের খবর, রহিম আলি এবং ঈশান পন্ডিতাকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী সবুজ মেরুন কর্তারা। শোনা যাচ্ছে, কথাবার্তাও চলছে তাদের মধ্যে।

সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, আসন্ন মরশুমে হয়ত তারা মোহনবাগান (Mohun Bagan) জার্সি গায়েই মাঠে নামবেন। আবার তাদের মধ্যে যেকোনও একজনকেও সই করাতে পারে টিম ম্যানেজমেন্ট। সবটাই এখনও আলোচনাসাপেক্ষ। বিষয়টি চূড়ান্ত জায়গায় পৌঁছতে হয়ত আরও কিছুটা সময় লাগবে।

প্রসঙ্গত, রহিম আলি গত মরশুমে খেলেছেন চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) হয়ে। এখনও পর্যন্ত আইএসএল-এর মঞ্চে তিনি খেলেছেন ৭২টি ম্যাচ। তাঁর নামের পাশে রয়েছে ১০টি গোল এবং ৫টি অ্যাসিস্ট। শুধু তাই নয়, এই ২৪ বছর বয়সী অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ডটির ঝুলিতে রয়েছে ২১৪টি রিকভারি। সেইসঙ্গে, সতীর্থদের দিকে রহিম আলি (Rahim Ali) বাড়িয়েছেন ৮৭২টি সফল পাস্ এবং তৈরি করেছেন ৪৪টি গোলের সুযোগ।

এহেন একজন আক্রমণভাগের ফুটবলারকেই এবার দলে নিতে ঝাঁপাচ্ছে মোহনবাগান। তবে তিনি একা নন। অপর আরেক অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ড ঈশান পন্ডিতাকেও (Ishan Pandita) দলে নেওয়ার বিষয়ে যথেষ্ট আগ্রহী সবুজ মেরুন ব্রিগেড।

উল্লেখ্য, ঈশান পন্ডিতা গত মরশুমে খেলেছেন কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) জার্সি গায়ে। এখনও পর্যন্ত আইএসএল-এর (ISL) মঞ্চে, ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ডটি খেলেছেন মোট ৬০টি ম্যাচ। সেইসঙ্গে, তাঁর ঝুলিতে রয়েছে ৯টি গোল। এছাড়াও সতীর্থদের দিকে বাড়িয়েছেন ১৫২টি সফল পাস। অন্যদিকে, ১৩টি গোলের সুযোগ তৈরি ছাড়াও, পন্ডিতার নামের পাশে রয়েছে ৪৭টি রিকভারি।

জানা যাচ্ছে, তাঁকেও সই করানোর বিষয়ে কথাবার্তা চলছে। তবে এই দুই ফুটবলারের মোহনবাগানে (Mohun Bagan Super Giant) আসা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে।

আরও পড়ুনঃ 

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram