EURO 2024: চূড়ান্ত পর্যায়ে ইউরো কাপ, কবে দেখবেন সেমি-ফাইনাল, ফাইনাল?

Published : Jul 07, 2024, 11:21 PM ISTUpdated : Jul 07, 2024, 11:34 PM IST
Donyell Malen Nethernalds Win

সংক্ষিপ্ত

একই সময়ে চলছে বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই প্রতিযোগিতা ইউরো কাপ ও কোপা আমেরিকা। এই দুই প্রতিযোগিতাতেই শুধু সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ বাকি।

এবারের ইউরো কাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। এর মধ্যে একমাত্র ইংল্যান্ডই এখনও পর্যন্ত ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। বাকি ৩ দলই ইউরো কাপ জিতেছে। ফলে এবার যদি ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে নতুন চ্যাম্পিয়ন পাবে ইউরো কাপ। তবে ইংল্যান্ডের কাজ খুব একটা সহজ হবে না। কারণ, সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে। অন্য সেমি-ফাইনালে স্পেন-ফ্রান্স লড়াই হতে চলেছে। এবারের ইউরো কাপে স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ইংল্যান্ড অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে সেমি-ফাইনালের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

কবে ইউরো কাপ সেমি-ফাইনাল?

ইউরো কাপের প্রথম সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। মঙ্গলবার রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ১২টায় শুরু হবে ইউরো কাপের প্রথম সেমি-ফাইনাল। এরপর ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় সেমি-ফাইনাল। এই ম্যাচে ইংল্যান্ড-নেদারল্যান্ডস লড়াই হতে চলেছে। এরপর ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত সাড়ে ১২টায় শুরু হবে ইউরো কাপ ফাইনাল। সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবে ইউরো কাপ সেমি-ফাইনাল, ফাইনাল দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে।

সেমি-ফাইনালে খেলবেন হ্যারি কেন

এবারের ইউরো কাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে তুলে নেন প্রধান কোচ গ্যারেথ সাউথগেট। এরপরেই জল্পনা শুরু হয়, চোট পেয়েছেন কেন। তিনি সেমি-ফাইনালে খেলতে পারবেন কি না, সেই জল্পনাও শুরু হয়ে যায়। তবে ইংল্যান্ডের অধিনায়কের দাবি, তিনি চোট পাননি। পায়ে সামান্য টান ধরেছিল। সেমি-ফাইনালে খেলতে কোনও সমস্যা হবে না। ফলে স্বস্তিতে ইংল্যান্ড শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Netherlands vs Türkiye: তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইউরো কাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডস

England vs Switzerland: বুকায়ো সাকার শাপমুক্তি, সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপের সেমি-ফাইনালে ইংল্যান্ড

Copa America: ১০ জনের উরুগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হার, কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের

PREV
click me!

Recommended Stories

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরেই ছাঁটাই রিয়াল মাদ্রিদের কোচ
এফএ কাপ থেকেও বিদায়, ফের ট্রফিহীন মরসুম কাটতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের