Lionel Messi: কয়েক মাসের অপেক্ষা, ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি! উত্তেজনার প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা

কলকাতায় বিদেশি ফুটবলারদের নিয়ে আসার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। তিনি গত কয়েক বছরে বিশ্ব ফুটবলের একাধিক সেরা তারকাকে কলকাতায় নিয়ে এসেছেন।

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন। ফের এই শহরে আসতে চলেছেন লিওনেল মেসি। তবে এ বছর নয়। ২০২৫ সালের শুরুতে কলকাতায় ফের পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০১১ সালে তিনি যখন আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন, তখনও আর্জেন্টিনার হয়ে কোনও ট্রফি জিততে পারেননি। সেই সময় শুধুই বার্সেলোনার হয়ে চোখধাঁধানো ফুটবল খেলছিলেন 'এল এম টেন'। তবে এবার বিশ্বকাপ জিতে কলকাতায় আসছেন মেসি। কাতার বিশ্বকাপ জেতার পর ফুটবলার হিসেবে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন মেসি। তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে মর্যাদা পাচ্ছেন। গত ২ দশক ধরেই কলকাতার ফুটবলপ্রেমীদের হৃদয়ে আছেন মেসি। ফের এই শহরে তাঁর আসার খবরে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত।

কলকাতায় মেসিকে আনছেন শতদ্রু দত্ত

Latest Videos

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহো। এবার মেসিকে এই শহরে নিয়ে আসছেন শতদ্রু। তিনি কয়েকদিন আগেই মেসির বাবা জর্জ মেসির সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শতদ্রু লিখেছেন, ‘যে চেষ্টা করে সে কখনও হার মানে না। বিশ্বের সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসির বাবা জর্জ মেসির সঙ্গে আমি। উনি আপাদমস্তক ভদ্রলোক। ওঁর সঙ্গে কাটানো ৪৫ মিনিট আমার কাছে স্বপ্ন। প্রহর গোনা শুরু হল। জয় মা দুর্গা, জয় জগন্নাথ।’

কলকাতায় আসছেন মেসির সতীর্থও

আর্জেন্টিনার জাতীয় দলে মেসির সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াও কলকাতায় আসতে চলেছেন। তিনি এ বছরই কলকাতায় আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন শতদ্রু। তবে ডি মারিয়ার কলকাতায় আসার দিন এখনও ঠিক হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: ১৩ বছর পর ফের কলকাতায় আসবেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া?

Lionel Messi: ফের কলকাতায় আসছেন মেসি! মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বাড়ছে আশা

বিশ্বকাপ মেসির যোগ্যতার মাপকাঠি নয়, কলকাতায় এসে বললেন ক্রেসপো

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল