Mohun Bagan: নতুন এই দুই ফুটবলার আসছেন মোহনবাগানে? যাদের দিকে তীক্ষ্ণ নজর ম্যানেজমেন্টের

Mohun Bagan: আইএসএল প্লে-অফ (ISL Playoff 2024-25) পর্বে খেলতে নামবে মোহনবাগান। তবে তারই মাঝে শুরু হয়ে গেছে আগামীর প্রস্তুতি। কারণ, আসন্ন মরশুমেও রয়েছে এএফসি-র ম্যাচ এবং ঠাসা সূচি। 

Subhankar Das | Updated : Mar 26 2025, 07:47 PM IST
110
Mohun Bagan: একদমই দেরি করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট

সেট টিম এবং নতুন প্রতিভার মেলবন্ধনেই সাফল্য পেতে চাইছে বাগান শিবির (Mohun Bagan News)। 

210
তাই শুরু হয়ে গেছে কর্মযজ্ঞ

শোনা যাচ্ছে, পাঞ্জাব এফসির এক ফুটবলারের দিকে নজর রয়েছে সবুজ মেরুনের (Mohun Bagan Play off match fixture)।

310
সূত্রের খবর, পাঞ্জাব এফসির ডিফেন্ডার (Defender) টেকচাম অভিষেক সিংকে দলে নিতে ঝাঁপাচ্ছে মোহনবাগান

চলতি মরশুমে ২২টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি (Mohun Bagan Transfer Update)।

410
তাছাড়া তাঁর দুটি ক্লিনশিটও রয়েছে

সেইসঙ্গে, ৪৭টি ইন্টারসেপশন এবং ১৪১টি রিকভারি রয়েছে এই ফুটবলারটির (Tekcham Abhishek Singh) নামের পাশে।

510
এমনকি, মালদ্বীপের বিরুদ্ধে কয়েকদিন আগে জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর

শোনা যাচ্ছে, এহেন এক প্রতিভাবান ফুটবলারকেই এবার দলে নিতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড। তাঁকে দলে নিতে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেসেন্ট। তবে এখনও কিছু চূড়ান্ত নয় (Mohun Bagan Transfer)।

610
আরও এক ফুটবলারের দিকে নজর রয়েছে মোহনবাগানের

বুন্দেশলিগাতে (Bundesliga) খেলা সেই ফুটবলারটির নাম জ্যাকসন ইরভাইন (Jackson Irvine)। 

710
তিনি এর আগে এফসি সেন্ট পাউলির হয়েও খেলেছেন

শুধু তাই নয়, ৩২ বছর বয়সী এই ফুটবলারটি আবার অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও খেলেন। 

810
মূলত তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার

হাল সিটি এবং সেলটিকের হয়েও খেলেছেন এই অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারটি (Mohun Bagan Team Update)। 

910
গোল রয়েছে ক্লাব ফুটবল এবং জাতীয় দলের হয়েও

পরিসংখ্যান বলছে, ক্লাব ফুটবলে নিজের ক্যারিয়ারে মোট ৪৪টি গোল পেয়েছেন তিনি।

1010
সূত্রের খবর, তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট

শোনা যাচ্ছে, তাঁকে দলে নিয়ে চাইছে সবুজ মেরুন ব্রিগেড। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বাকি উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos