সংক্ষিপ্ত
সামনে চলে এল আইএসএল প্লে-অফের (Indian Super League 2024-25 Playoff) সূচি। জানিয়ে দেওয়া হল যে, কবে কোন দল মাঠে নামতে চলেছে।
ISL Playoff 2025: লিগ টেবিলের প্রথম ৬টি দল হল মোহনবাগান (Mohun Bagan), এফসি গোয়া (FC Goa), বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), নর্থইস্ট ইউনাইটেড এফসি (North East United FC), জামশেদপুর এফসি (Jamshedpur FC) এবং মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।
ইতিমধ্যেই টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন (ISL League Shield Champion) হয়ে সবার আগে প্লে-অফে জায়গা পাকা করে নেয় সবুজ মেরুন ব্রিগেড। ঠিক তারপরই রয়েছে এফসি গোয়া। তবে বাকি চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করে মুম্বই (ISL Playoffs 2025 Schedule)।
শেষপর্যন্ত, আইএসএল-এর প্রথম ৬টি দোলের তালিকা অনেকটা এইরকম।
মোহনবাগান, মোট পয়েন্ট ৫৬
এফসি গোয়া, মোট পয়েন্ট ৪৮
বেঙ্গালুরু এফসি, মোট পয়েন্ট ৩৮
নর্থইস্ট ইউনাইটেড, মোট পয়েন্ট ৩৮
জামশেদপুর এফসি, মোট পয়েন্ট ৩৮
মুম্বই সিটি এফসি, মোট পয়েন্ট ৩৬ পয়েন্ট
এই সেরা ছয়ের মধ্যে যে দলগুলি আছে, তাদের মধ্যে তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকা দল নকআউটের একটি ম্যাচে মুখোমুখি হবে। ঠিক একইভাবে নকআউটে মুখোমুখি হবে চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দল। প্রথম নকআউট পর্বের খেলাতে বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের বিজয়ী দল দুটি পর্বে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় লেগের ভিত্তিতে সেমিফাইনাল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।
অন্যদিকে, দ্বিতীয় নকআউট ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি। সেই ম্যাচের বিজয়ী দল প্রথম এবং দ্বিতীয় লেগের সেমিফাইনালে খেলতে নামবে মোহনবাগানের বিরুদ্ধে (ISL Playoffs 2025 Date)।
প্রথম পর্বের সেমিফাইনাল ম্যাচটি হবে ৩ এপ্রিল এবং দ্বিতীয় পর্বেরটি হবে আগামী ৭ এপ্রিল। সেটি সবুজ মেরিনের হোম ম্যাচ। সবশেষে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল (Indian Super League Playoffs)।
প্লে-অফের সূচি
নকআউটঃ ১
বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি, ২৯ মার্চ, বেঙ্গালুরু
নকআউটঃ ২
নর্থইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি, ৩০ মার্চ শিলং
সেমিফাইনাল
প্রথম লেগঃ ২ এপ্রিল, এফসি গোয়া বনাম নকআউট-১ বিজয়ী,
প্রথম লেগঃ ৩ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট-২ বিজয়ী,
দ্বিতীয় লেগঃ ৬ এপ্রিল, এফসি গোয়া বনাম নকআউট-১ বিজয়ী, গোয়া
দ্বিতীয় লেগঃ ৭ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট-২ বিজয়ী, কলকাতা
মেগা ফাইনালঃ ১২ এপ্রিল
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।