দলবদলের বাজারে ভরপুর চমক, মোহনবাগানে আসছেন এই অভিজ্ঞ সেন্টার-ফরোয়ার্ড?

দলবদলের বাজারে যেন ভরপুর চমক। ফের একবার বড় সাইনিং-এর পথে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুনে আসতে পারেন গ্রেগ স্টেওয়ার্ট (Greg Stewart)।

Subhankar Das | Published : Jul 16, 2024 1:38 PM IST / Updated: Jul 17 2024, 11:09 PM IST

দলবদলের বাজারে যেন ভরপুর চমক। ফের একবার বড় সাইনিং-এর পথে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুনে আসতে পারেন গ্রেগ স্টেওয়ার্ট (Greg Stewart)।

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেয়েছে বাগান শিবির। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে। সুপার কাপে (Super Cup) জয় না পেলেও, আইএসএল শিল্ড (ISL Shield) নিজেদের ঝুলিতে আনে সবুজ মেরুন ব্রিগেড। আসন্ন মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে রয়েছে একাধিক প্রতিযোগিতা। তাই শুরু থেকেই সতর্ক টিম ম্যানেজমেন্ট।

Latest Videos

ইতিমধ্যেই দলের নতুন কোচের নাম ঘোষণা হয়ে গেছে। স্প্যানিশ কোচ (Spanish Coach) জোসে মোলিনার (Jose Francisco Molina) হাতে দায়িত্ব তুলে দিয়েছেন সবুজ মেরুন কর্তারা। শুধু তাই নয়, আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে মোহনবাগান (Mohun Bagan) সই করিয়েছে তরুণ ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়াকে

সেইসঙ্গে, সবুজ মেরুনে যোগ দিচ্ছেন আরও দুই বিদেশি। স্কটিশ (Scotish) সেন্ট্রাল ডিফেন্ডার (Central Defender) টম অ্যালড্রেড এবং স্প্যানিশ (Spanish) সেন্টার-ব্যাক (Centre-Back) আলবার্তো রডরিগেজ মার্টিনকেও (Alberto Rodrguez Martin) সই করিয়েছেন সবুজ মেরুন কর্তারা।

আর এবার মোহনবাগানের নজরে স্কটিশ (Scotish) সেন্টার-ফরোয়ার্ড গ্রেগ স্টেওয়ার্ট। শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী এই বিদেশি ফুটবলারটিকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী সবুজ মেরুন কর্তারা। সূত্রের খবর, মোহনবাগানে (Mohun Bagan) সই করতে পারেন অভিজ্ঞ সেন্টার-ফরোয়ার্ড গ্রেগ স্টেওয়ার্ট।

সবথেকে বড় বিষয়, ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় ফুটবলে পা রাখার আগে তিনি খেলেছেন ইংল্যান্ডের (England) বার্মিংহাম সিটি (Birmingham City F.C) ফুটবল দলের হয়ে। শুধু তাই নয়, স্কটিশ ফুটবল লিগের দল রেঞ্জার্স এফসির (Rangers F.C) হয়েও বেশ ভালো ফুটবল উপহার দেন তিনি। তারপরেই পা রাখেন ভারতীয় ফুটবলে (Indian Football)।

চুটিয়ে খেলেন মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং জামশেদপুর এফসির (Jameshedpur FC) জার্সি গায়ে। আর সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সবুজ মেরুনে আসতে পারেন গ্রেগ স্টেওয়ার্ট।

আইএসএল-এর মঞ্চেও তাঁর পরিসংখ্যান নেহাৎ খারাপ নয়। এখনও পর্যন্ত মোট ৫০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২১টি গোল এবং ২১টি অ্যাসিস্ট। শুধু তাই নয়, সতীর্থদের দিকে বাড়িয়েছেন ১৪৮৭টি সফল পাস। সেইসঙ্গে, ১৩৯টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁর নামের পাশে রয়েছে ২২৫টি রিকভারি।

এহেন একজন অভিজ্ঞ সেন্টার-ফরোয়ার্ডকেই এবার দলে নিতে চাইছে মোহনবাগান (Mohun Bagan)।

আরও পড়ুনঃ 

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari