
Mohun Bagan Transfer Update: দলবদলের সরগরম বাজারে পিছিয়ে নেই সবুজ মেরুন ব্রিগেড। এবার চলে এল বিরাট আপডেট। সূত্রের খবর, মোহনবাগানে প্রায় চূড়ান্ত হয়ে গেছেন এই ব্রাজিলীয়। নাম তাঁর রবসন রবিনহো (mohun bagan news today)।
তবে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে, আরেকটি বিষয় নিয়ে। দুই প্রধানে কি তাহলে দুইজন ব্রাজিলীয়। কারণ, ইস্টবেঙ্গলে ইতিমধ্যেই মিগুয়েল সই করে ফেলেছেন বলে শোনা যাচ্ছে। এবার ঠিক অপরদিকে আরেকজন হলেন রবসন রবিনহো। যিনি মোহনবাগানে সই করেছেন বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে (mohun bagan transfer update)।
এই দুই ব্রাজিলিয়ান ফুটবলারই বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রাক্তন ফুটবলার এবং এই দুই তারকাই অতীতে ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজোঁর কোচিংয়ে খেলেছেন। ফলে, বেশ তাৎপর্যপূর্ণও একটা বিষয়।
অর্থাৎ, মিগুয়েলের পিঠে উঠবে লাল হলুদ জার্সি এবং রবসন পরবেন সবুজ-মেরুন জার্সি। শোনা যাচ্ছে, রবসন রবিনহোকে বেশ পছন্দ হয়েছে মোহনবাগান কোচ জোসে মোলিনার। উল্লেখ্য, বসুন্ধরা কিংসের হয়ে রবসন রীতিমতো বাংলাদেশের জাতীয় ফুটবল লিগে দাপটের সঙ্গে খেলেছেন। সবথেকে বড় বিষয় হল, এএফসি-র ম্যাচে সবুজ-মেরুনের বিরুদ্ধে গোলও করেছেন তিনি।
এমনকি, নেইমারের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে পরে বাংলাদেশ থেকে ব্রাজিলের ক্লাবে ফিরে গেছিলেন রবসন। এবার সোজা ব্রাজিল থেকে আসছেন কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবে।
একটা সময় মোহনবাগানের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন জোসে র্যামিরেজ ব্যারেটো। বলা হত, ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা।’ সে এক ঐতিহাসিক যুগ ছিল সবুজ মেরুনে। তবে ক্লাবের তরফ থেকে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি আসেনি। প্রসঙ্গত, এর আগেও একবার রবসনকে নিয়ে রব উঠেছিল। তবে এবার শোনা যাচ্ছে, তিনি সত্যিই আসছেন মোহনবাগানে।
তাহলে কি যুবভারতী মাতাবেন রবিনহো? উত্তর দেবে সময়। সেইসঙ্গে, সবুজ মেরুন জনতা উৎসুক হয়ে আছে এটা জানার জন্য যে, সই হয়ে যাওয়ার খবর ক্লাবের তরফ থেকে কবে সরকারিভাবে জানানো হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।